TRENDING:

Train Accident: ওড়িশার হাসপাতালে ১৭০০ জনের লম্বা লাইন! কী ঘটল এমন? এক আবেদনই দারুণ ফল

Last Updated:

Train Accident: অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এসে তাদের নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ ভারতে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ আহতকেই কাল রাতের মধ্যেই ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: করমণ্ডল এক্সপ্রেসের মারাত্মক দুর্ঘটনার পর বালাসোর হাসপাতালে শনিবার বিকেলের পর থেকে রাতভর ১৭০০ জন রক্ত দিয়েছেন। এই ১৭০০ জনের মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। মূলত সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছিল, রক্ত দিতে যারা ইচ্ছুক তারা যাতে হাসপাতালে এসে রক্ত দেন। সেই আবেদনে সারা দিয়েই গতকাল বালাসোর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এত সংখ্যক রক্তদাতা এসে রক্ত দেন। করমণ্ডল এক্সপ্রেসে দক্ষিণ ভারতের বহু যাত্রী ছিলেন।
ফের কী ঘটল?
ফের কী ঘটল?
advertisement

অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এসে তাদের নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ ভারতে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ আহতকেই কাল রাতের মধ্যেই ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ। বালাপুর হাসপাতালে এখনও ২০০ জনেরও বেশি চিকিৎসাধীন। এর মধ্যে একাধিক যাত্রীর গতকাল অস্ত্রোপচার হয়েছে।

আরও পড়ুন: আতঙ্কে মোড়া রাত পেরিয়ে ২৯ জনকে নিয়ে হাওড়ায় এল রিলিফ ট্রেন! কী পরিস্থিতি তাঁদের?

advertisement

প্রধানমন্ত্রীর নির্দেশের পর জরুরি ভিত্তিতে বালাসোর হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের AIIMS দিল্লিতেও নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা হচ্ছে বালাসোর থেকেই।

আরও পড়ুন: করমণ্ডল কাণ্ডে CBI তদন্তের দাবি! রেলমন্ত্রীকে লেখা চিঠিতে অন্তর্ঘাতের আশঙ্কাপ্রকাশ দিব্যেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে এখনও পর্যন্ত ১০১ জনকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। গতকাল সড়ক পথে ও রেলপথে রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে এক হাজার জনেরও বেশি যাত্রীকে। তার মধ্যে বেশিরভাগ যাত্রীকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। গতকাল রাতেই একাধিক যাত্রীকে এনআরএস মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যাদের গুরুতর অবস্থা তাদেরকে এসএসকেএম হাসপাতালে আজ স্থানান্তরিত করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Train Accident: ওড়িশার হাসপাতালে ১৭০০ জনের লম্বা লাইন! কী ঘটল এমন? এক আবেদনই দারুণ ফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল