TRENDING:

ইঞ্জিন ছাড়াই ১৮০ কিলোমিটার বেগে ছুটে চলেছে দেশের দ্রুততম ট্রেন, দেখুন ভিডিও

Last Updated:

সাধারণভাবে ঘণ্টায় এই ট্রেনের গতিবেগ ১৮০ কিলোমিটার ৷ উপযুক্ত পরিবেশ পেলে অবশ্য সেটাই গিয়ে দাঁড়াবে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শতাব্দীর উত্তরসূরি হিসেবে নিয়ে আসা হয়েছিল তাকে ৷ এখন শতাব্দীকেও ছাড়িয়ে গেল দেশের দ্রুততম ট্রেন ৷ ১০০ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই ট্রেন ১৮ ৷ শুধুমাত্র দেশের দ্রুততম ট্রেনই নয়, এটি দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনও বটে ৷
advertisement

সেই ট্রেন ১৮-এর যাত্রা শুরু হয়েছে ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েল ট্রেনের একটি ভিডিও পোস্ট করেছেন সম্প্রতি ৷ সরকারি ভাবে এই ট্রেনকে ভারতের দ্রুততম ট্রেনের তকমাও দিয়েছেন তিনি ৷

শুধু দ্রুততম আর ইঞ্জিনবিহীন বলেই নয়, ট্রেন ১৮ আধুনিকতার নিরিখে বিশ্বের যে কোনও ভাল ট্রেনের সঙ্গেও পাল্লা দেবে ৷ কারণ এতে রয়েছে অত্যাধুনিক বসার জায়গা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, বায়ো টয়লেট ৷ এছাড়াও প্রতিটি যাত্রীর তথ্য আলাদা করে সঞ্চিত থাকবে এখানে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সাধারণভাবে ঘণ্টায় এই ট্রেনের গতিবেগ ১৮০ কিলোমিটার ৷ উপযুক্ত পরিবেশ পেলে অবশ্য সেটাই গিয়ে দাঁড়াবে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ ট্রেনে দুটি এগজিকিউটিভ কোচ থাকছে। তাতে ৫২টি করে আসন থাকবে। অন্য কোচের আসন সংখ্যা ৭৮।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ইঞ্জিন ছাড়াই ১৮০ কিলোমিটার বেগে ছুটে চলেছে দেশের দ্রুততম ট্রেন, দেখুন ভিডিও