TRENDING:

Tragic Wedding Accident: বিয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! 'বিদায়'-এর সময় দিদির চোখের সামনে লুটিয়ে পড়ল ভাই, নিমেষে শেষ সব...

Last Updated:

Tragic Wedding Accident: উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডে বোনের বিদায়ের মুহূর্তে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। জানুন ঘটনাটি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুন্দেলখণ্ড: উত্তর প্রদেশের মহোবা সীমান্তের মুধারা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে আনন্দ মুহূর্তের মধ্যেই শোকে পরিণত হয়। বিয়ের তাঁবু খোলার সময় হাই-ভোল্টেজ বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে কনের ২৫ বছর বয়সী ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
বিয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! 'বিদায়'-এর সময় দিদির চোখের সামনে লুটিয়ে পড়ল ভাই, নিমেষে শেষ সব...
বিয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! 'বিদায়'-এর সময় দিদির চোখের সামনে লুটিয়ে পড়ল ভাই, নিমেষে শেষ সব...
advertisement

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। শত চেষ্টা করলেও লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মদ খেয়ে মায়ের কাছে তিন হাজার টাকা চেয়েছিল ছেলে! না দেওয়ায় মায়ের যা অবস্থা হল…শিউরে উঠবেন…

নাথু বিশ্বকর্মা, মৃত যুবকের বাবা, ঘটনাটি জানিয়েছেন। তার মেয়ের বিয়ে চলছিল এবং বিদায়ের প্রস্তুতি চলছিল। তখনই তার ছেলে, সন্ত্রাম বিশ্বকর্মা, দুর্ঘটনাবশত ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসে এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।

advertisement

পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাঁকে মহোবা জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসার সময়ই সে মারা যায়।

এই মর্মান্তিক ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। কনে ও পরিবারের অন্যান্য সদস্যরা শোকে ভেঙে পড়েন। পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে এবং নিয়ম অনুযায়ী তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: স্বামী কাজে গেলেই সেজে উঠত স্ত্রী, বাড়ির পেছন দিয়ে আসত প্রেমিক, বেডরুমে চলত ‘হিসেব-নিকেশ!’

advertisement

বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেন? বৈদ্যুতিক তার বা খোলা বিদ্যুৎ লাইনের সংস্পর্শ বিপজ্জনক হতে পারে এবং এমনকি প্রাণঘাতীও হতে পারে। বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বাঁচাতে দ্রুত এবং সঠিকভাবে পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রথমেই বিদ্যুৎ স্পর্শ করা ব্যক্তি বা তারকে সরাসরি স্পর্শ করবেন না। যদি সম্ভব হয়, মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন। বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে না পারলে, কাঠের লাঠি বা প্লাস্টিকের পাইপের মতো অ-পরিবাহী বস্তু ব্যবহার করে ব্যক্তিকে সরানোর চেষ্টা করুন।

advertisement

এছাড়াও অবিলম্বে জরুরি পরিষেবা (পুলিশ ও হাসপাতাল) ডাকুন। বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি সংযোগমুক্ত হলে, শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন পরীক্ষা করুন। CPR প্রয়োগের প্রয়োজন হলে দ্রুত করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে যে, বিদ্যুৎ লাইন ও তারের সংস্পর্শে আসা কতটা বিপজ্জনক হতে পারে। সতর্কতা অবলম্বন করলেই এমন মর্মান্তিক ঘটনার হাত থেকে বাঁচা সম্ভব।

বাংলা খবর/ খবর/দেশ/
Tragic Wedding Accident: বিয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! 'বিদায়'-এর সময় দিদির চোখের সামনে লুটিয়ে পড়ল ভাই, নিমেষে শেষ সব...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল