TRENDING:

নববর্ষে এক্সক্লুসিভ নুরপুলি ও আটপুরি শাড়ি

Last Updated:

পয়লা বৈশাখের দিন অন্তত একবার শাড়ি না পরলে মন ভরে না! এ'বছর ফ্যাশন ট্রেন্ডে রয়েছে- নুরপুলি আর আটপুরি শাড়ি। শাড়ি দুটোই বহু পুরনো দিনের। কিন্তু পৃষ্ঠপোশকতার অভাবে মাঝে হারিয়ে গিয়েছিল। এ'বছর ফের ফিরে এসেছে। সুতির, গরমে আরামদায়ক, স্টাইলিশ এবং আভিজাত্যে ভরপুর!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পয়লা বৈশাখের দিন অন্তত একবার শাড়ি না পরলে মন ভরে না! এ'বছর ফ্যাশন ট্রেন্ডে রয়েছে- নুরপুলি আর আটপুরি শাড়ি। শাড়ি দুটোই বহু পুরনো দিনের। কিন্তু পৃষ্ঠপোশকতার অভাবে মাঝে হারিয়ে গিয়েছিল। এ'বছর ফের ফিরে এসেছে। সুতির, গরমে আরামদায়ক, স্টাইলিশ এবং আভিজাত্যে ভরপুর!
advertisement

নুরপুলি শাড়ি

আমাদের হস্তশিল্পের দিকে নজর দিলে বোঝা যায়, সবথেকে বৈচিত্র তাঁতে। ভারতের এমন অনেক জায়গা আছে, যেখানে দু'পা ফেললেই পাওয়া যায় তাঁতের এক নতুন টেকনিক, অভিনব নকশা। ওডিশা এমনই এক রাজ্য! ওখানকার প্রত্যন্ত এক গ্রাম নুরপুলির আদিবাসীদের হাতে জন্ম এই শাড়ির। বাঁশের সরু কাঠি দিয়ে নকশা করে, তাঁতে ফেলে বানানো হয়।

advertisement

আটপুরি শাড়ি

বর্ধমান থেকে কয়েক কিলোমিটার দূরে কালনার আটপুর গ্রাম। শোনা যায়, ৮০-৯০ বছর আগে ওই অঞ্চলের উচ্চশ্রেণির মেয়েরা যখন পড়াশোনা করতে বাইরে বেরতেন, তখন পরতেন আটপুরি শাড়ি। শাড়ির বৈশিষ্ট- খোলের বিপরীত রঙা পাড় ও সারাগায়ে চৌখুপির খেলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
নববর্ষে এক্সক্লুসিভ নুরপুলি ও আটপুরি শাড়ি