২৪ ঘণ্টা ‘ফ্রিজ’ চলছে? না জেনেই ডাকছেন বিপদ…! সপ্তাহে ক’বার, কতক্ষণ বন্ধ রাখা উচিত?
এ বছর ‘অস্বাভাবিক’ বর্ষা! কেন জানেন? গরমকাল শেষ না হতেই চমক…কবে বর্ষা আসছে বাংলায়? জানিয়ে দিল IMD
সফরের অংশ হিসাবে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানাজিং ডাইরেক্টর-এর সঙ্গে “উত্তর পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলে রেল নেটওয়ার্কের সম্প্রসারণ”-এর বিষয়ে আলোচনা হয়, যেখানে সিভোক-রংপো নতুন রেললাইন প্রকল্পের উপর বিশেষ জোর দেওয়া হয়। এই গুরুত্বরূর্ণ রেল সংযোগের লক্ষ্য সিকিমের সাথে সংযোগ বৃদ্ধি করা এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক ও কৌশলগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
advertisement
আরও, কমিটি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানাজিং ডাইরেক্টর-এর সাথে ” পর্যটন ভিত্তিক – রেলওয়ের প্রচার” বিষয়ে একটি পৃথক অনানুষ্ঠানিক আলোচনা করে। আলোচনাগুলি উদ্ভাবনী রেল-ভিত্তিক অভিজ্ঞতা এবং বহনক্ষম ঐতিহ্যগত পর্যটনের মাধ্যমে অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পদক্ষেপের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
সফরকালে, কমিটি ঐতিহ্যবাহী রেলওয়ে পর্যটনের সংরক্ষণ, আধুনিকীকরণ এবং প্রচারের জন্য বর্তমানের প্রচেষ্টার মূল্যায়ন করার জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এরও ভ্রমণ করে।বৈঠকের সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্বাঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রেলের পরিকাঠামো এবং পর্যটনের অগ্রগতির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তথা সামগ্রিক বিকাশ এবং জাতীয় একীকরণের ক্ষেত্রে তাদের গুরুত্ব স্বীকার করে।ইতিমধ্যেই ডিএইচআর টয় ট্রেন স্টেশনগুলোর হেরিটেজ মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাজানোর পরিকল্পনা নিয়েছেন৷ এছাড়া আরও পর্যটক টানতে জয় রাইড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
