TRENDING:

গ্রহণের সময় কোন শহর থেকে কেমন দেখা গেল রক্তবর্ণ চাঁদ, দেখল কত লোক? রইল ছবি ও তথ্য

Last Updated:

Total Lunar Eclipse Photos And Visuals Of The Blood Moon: কলকাতার আকাশ থেকেও ভালভাবেই দেখা যায় এই মহাজাগতিক বিস্ময়। শুধু তিলোত্তমা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকলেন অগুনতি মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ঘিরে ছুটির দিন সকাল থেকেই বাড়ছিল আগ্রহ। সূর্য ডুবতেই তা আরও বেড়ে যায়। রাত যত বেড়েছে ব্লাড মুন দেখার কৌতুহলও ততই বেড়েছে। কলকাতার আকাশ থেকেও ভালভাবেই দেখা যায় এই মহাজাগতিক বিস্ময়। শুধু তিলোত্তমা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকলেন অগুনতি মানুষ।
News18
News18
advertisement

রবির রাত হতেই পৃথিবীর ছায়া ধীরে ধীরে পড়তে শুরু করে চাঁদের উপর। ঠিক রাত ১১টা ১ মিনিটে পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে দেয় ‘চাঁদ মামাকে’। একইসঙ্গে যে মুহূর্তের জন্য সকলে অপেক্ষা করছিল তা চাক্ষুস হয়। রক্তবর্ণ আকার ধারণ করছে চাঁদ। পূর্ব গোলার্ধের দেশগুলি থেকে দেখা যাচ্ছে চাঁদের এই রূপ। কলকাতার আকাশও দেখল ব্লাড মুনকে।

advertisement

ভারতের বিভিন্ন শহরেই গ্রহণ দেখতে খোলা আকাশের নীচে জড়ো হয় অসংখ্য মানুষ। কলকাতার পাশাপাশি দিল্লি, জয়পুর, বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন শহর থেকে সকলে সাক্ষী থাকে এই দৃশ্যের। কোন জায়গায় কেমন ছিব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি, কেমনই বা ছিল ব্লাড মুন, তার কিছু ঝলক তুলে ধরা হল প্রতিবেদনে।

advertisement

আরও পড়ুনঃ রাহুর গ্রাস থেকে ‘ব্লাড মুন’ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু কখন শেষ? কেন লাল হবে চাঁদ? কাদের দেখতে নেই? কী বলছে বিজ্ঞান? কী জানালেন জ্যোতির্বিদ সঞ্জীব সেন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

মোট ৮২ মিনিট ধরে চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রক্রিয়া। রাত ১২টা বেজে ২২ মিনিটে কেটে যায় গ্রহণ। পূর্ণিমার চাঁদে সচরাচর গ্রহণ লাগে না। বছরে মাত্র দু’-তিনবারই ঘটে, যা পৃথিবীর মাত্র অর্ধেক জনসংখ্যারই চোখে পড়ে। এবারে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং আফ্রিকা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভাল ভাবে দেখা যায়। ফলে প্রায় ৬০০ কোটি মানুষ এই মুহূর্তের সাক্ষী হয়।

বাংলা খবর/ খবর/দেশ/
গ্রহণের সময় কোন শহর থেকে কেমন দেখা গেল রক্তবর্ণ চাঁদ, দেখল কত লোক? রইল ছবি ও তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল