TRENDING:

বউদের অত্যাচার! জীবিত স্ত্রীদের নামেই পিণ্ডদান কয়েকশো স্বামীর

Last Updated:

স্বামীদের বক্তব্য, তাঁদের জীবন শেষ করে দিচ্ছে এই স্ত্রীরা৷ তাই পিণ্ডদান করে মানসিক ভাবে বউদের থেকে মুক্তি চাইছেন স্বামীরা৷ নাসিকে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বহু পুরুষকে তাঁদের স্ত্রীরা শারীরিক নির্যাতন করে৷ পুলিশ স্টেশনে স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাসিক: স্ত্রীর অত্যাচারে ক্লান্ত৷ অবস্থা এতটাই চরমে উঠেছে যে, জীবিত স্ত্রী-দেরই পিণ্ডদান করলেন নাসিকের বহু মানুষ৷ ওই স্বামীদের বক্তব্য, মানসিক অত্যাচারের সঙ্গেই চলতে থাকে শারীরিক অত্যাচার৷ তাই জোটবদ্ধ হয়ে স্বামীরা সকলে মিলে অত্যাচারি স্ত্রীদের পিণ্ডদান করে মৃত্যুকামনা করলেন৷
advertisement

স্বামীদের বক্তব্য, তাঁদের জীবন শেষ করে দিচ্ছে এই স্ত্রীরা৷ তাই পিণ্ডদান করে মানসিক ভাবে বউদের থেকে মুক্তি চাইছেন স্বামীরা৷ নাসিকে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বহু পুরুষকে তাঁদের স্ত্রীরা শারীরিক নির্যাতন করে৷ পুলিশ স্টেশনে স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দ্রকোনায় রয়েছে বায়ুসেনার ঘাঁটি! গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জানুন সেই ইতিহাস
আরও দেখুন

এক ব্যক্তির কথায়, 'আমরা সকলে মিলে গিয়ে থানায় জানিয়েছি, আমাদের অত্যাচার করে স্ত্রী৷' আসলে অনেক পুরুষ এই ঘটনা প্রকাশ্যে আনতে বা থানায় অভিযোগ জানাতে ভয় পান বা লজ্জা পান৷ তাই তাঁরা একজোট হয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বউদের অত্যাচার! জীবিত স্ত্রীদের নামেই পিণ্ডদান কয়েকশো স্বামীর