TRENDING:

Top 5 Youtubers In India: দেশের সেরা পাঁচ ইউটিউবার, সম্পত্তির পরিমাণ শুনে হা হয়ে যাবেন

Last Updated:

Top 5 Youtubers In India: ডিজিটাল যুগে মোটা টাকা আয়ের উত্স এখন ইউ টিউব। ইউ টিউবার হয়ে কত টাকা উপার্জন করা যায়, দেখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ডিজিটাল যুগে ইউটিউবারদের সংখ্যা দ্রুত বাড়ছে। আপনি যদি কোনও বিষয়ে জানতে চান, তা হলে এখন সেটা ইউটিউবে পাওয়া যেতে পারে। এই কারণেই ইউটিউবে চ্যানেল এবং ভিডিওর সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই ইউটিউবে ফুলটাইম কাজ শুরু করেছেন। এটি তাঁদের আয়ের একটি ভাল উৎস হয়ে উঠেছে। আর এভাবে তাঁরা লাখ লাখ টাকা আয় করছেন।
advertisement

কিছু ইউটিউবারও রয়েছেন, যাঁরা তাঁদের ভিডিওর ভিত্তিতে শুধু দেশেই নয়, বিদেশেও পরিচিতি পেয়েছেন। শুধু তাই নয়, এর ভিত্তিতে কোটি টাকার সম্পত্তিও রয়েছে তাঁদের। আজ আমরা দেশের সেরা ৫ ইউটিউবারদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।

আরও পড়ুন- নতুন বাইক কিনবেন, বাজাজের নতুন ডমিনার ২৫০ সম্পর্কে জানলে অবাক হবেন!

গৌরব চৌধুরী (Gaurav Choudhary)

advertisement

ইউটিউবে 'টেকনিক্যাল গুরুজি' নামে বিখ্যাত ইউটিউব চ্যানেলটি গৌরব চৌধুরীর। এই চ্যানেলের মাধ্যমে তিনি মোবাইল রিভিউ সহ প্রযুক্তি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন। বর্তমানে তাঁর চ্যানেলে ২২ মিলিয়ন (২.২ কোটি) সাবস্ক্রাইবার রয়েছে। গৌরব চৌধুরী নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যার ৫০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে।

ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাঁর মাসিক আয় দেড় থেকে দুকোটি টাকা। গৌরব চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩২৬ কোটি টাকা। গৌরব চৌধুরীর বয়স ৩১। পড়াশোনা শেষ করার পর ২০১৫ সালের অক্টোবর থেকে YouTube চ্যানেল শুরু করেন।

advertisement

অমিত ভাদানা  (Amit Bhadana)

অমিত ভাদানার বয়স ২৭ বছর। ইউটিউবে খুব জনপ্রিয় নাম। অমিত ভাদানা নামে তাঁর ইউটিউব চ্যানেলে প্রায় ২.৪ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, তাঁর মোট সম্পতি প্রায় ৪৭ কোটি টাকা। অমিত আইন নিয়ে পড়াশোনা করেছেন।

শুরুতে এক বন্ধুর সঙ্গে ভিডিও তৈরি করে Dubmash-এ আপলোড করতেন। ভিডিও ভাইরাল হলে তিনি তা নিয়েই পড়ে থাকেন। এরপর শুরু করেন তাঁর ইউটিউব চ্যানেল।

advertisement

নিশা মধুলিকা (Nisha Madhulika)

নিশা মধুলিকা মূলত ইউপির বাসিন্দা। তিনি শেফ। রেস্তোরাঁর পরামর্শদাতা এবং YouTuber৷ ৬২ বছর বয়সী নিশা মধুলিকার YouTube চ্যানেলে ১.২৫ কোটি সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর মোট সম্পতির পরিমাণ ৩৩ কোটি টাকা। নিশা মধুলিকা ২০০৯ সালে ইউটিউব চ্যানেল শুরু করেন।

অজেয় নাগর (Ajey Nagar)

ফরিদাবাদের বাসিন্দা অজেয় নগরের ক্যারিমিনাটি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে সাড়ে তিন কোটি। মাত্র ২২ বছর বয়সে অজয়ের প্রায় ৩০ কোটি টাকার সম্পতি রয়েছে। কৌতুক অভিনেতা, র‌্যাপার এবং গেমার অজেয় নগর ইউটিউবে ব্যঙ্গাত্মক প্যারোডি এবং লাইভ গেমিংয়ের ভিডিও তুলে ধরেন। CarryMinati-এর দ্বিতীয় চ্যানেল হল CarryisLive. এখানে তিনি শুধুমাত্র গেমিং এবং লাইভ স্ট্রিমিং করে।

advertisement

আরও পড়ুন- প্রতি কিলোমিটার চালাতে খরচ হবে মাত্র ১৪ পয়সা! দেখুন যুগান্তকারী ই-স্কুটার

আশিস চাঁচলানি (Ashish Chanchlani)

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২৮ বছর বয়সী আশিস চাঁচলানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। মানুষ তাঁর ইউটিউব চ্যানেল আশিস চাঁচলানি ভাইন্সকে দারুন পছন্দ করে। আগে তিনি ফিল্ম রিভিউ করতেন। আশিস ইউটিউব চ্যানেলটি ২০০৯- এ শুরু করেছিলেন। তাঁর চ্যানেলে এখন প্রায় ২৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Top 5 Youtubers In India: দেশের সেরা পাঁচ ইউটিউবার, সম্পত্তির পরিমাণ শুনে হা হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল