Crayon Motors Envy: প্রতি কিলোমিটার চালাতে খরচ হবে মাত্র ১৪ পয়সা! দেখুন যুগান্তকারী ই-স্কুটার

Last Updated:
Crayon Motors Envy: সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বিভিন্ন অংশে এর দাম ভিন্ন ভিন্ন রকম হতে পারে।
1/5
বাজারে আসছে নতুন স্কুটার Crayon Motors Envy।  দেশের মধ্যে ইলেকট্রনিক যানের ব্যবহার আরও বাড়াতেই এই নতুন পরিকল্পনা করেছে সংস্থা। সবচেয়ে বড় কথা, এই যানটির ক্ষেত্রে খরচ হবে মাত্র ১৪ পয়সা প্রতি কিলোমিটারে।
বাজারে আসছে নতুন স্কুটার Crayon Motors Envy। দেশের মধ্যে ইলেকট্রনিক যানের ব্যবহার আরও বাড়াতেই এই নতুন পরিকল্পনা করেছে সংস্থা। সবচেয়ে বড় কথা, এই যানটির ক্ষেত্রে খরচ হবে মাত্র ১৪ পয়সা প্রতি কিলোমিটারে।
advertisement
2/5
এটিতে পয়েছে একটি ডিজিটাল স্পিডোমিটার এ একটি মোবাইল চার্জিং পয়েন্ট। থাকছে দুয়াল হেডলাইট। তবে এটির গড় গতি একটু কম, ২৫ কিলোমিটার।
এটিতে পয়েছে একটি ডিজিটাল স্পিডোমিটার এ একটি মোবাইল চার্জিং পয়েন্ট। থাকছে দুয়াল হেডলাইট। তবে এটির গড় গতি একটু কম, ২৫ কিলোমিটার।
advertisement
3/5
এটি চালাতে গেলে কোনও লাইসেন্স লাগবে না, এটিও ছোট দূরত্বে যাতায়াতের জন্য সুবিধাজনক।
এটি চালাতে গেলে কোনও লাইসেন্স লাগবে না, এটিও ছোট দূরত্বে যাতায়াতের জন্য সুবিধাজনক।
advertisement
4/5
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বিভিন্ন অংশে এর দাম ভিন্ন ভিন্ন রকম হতে পারে। তবে এটির একটি দামের উদাহরণ দিয়ে সংস্থা জানিয়েছে, এটি ৬৪ হাজারের কাছাকাছি দাম ঘোরাফেরা করবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বিভিন্ন অংশে এর দাম ভিন্ন ভিন্ন রকম হতে পারে। তবে এটির একটি দামের উদাহরণ দিয়ে সংস্থা জানিয়েছে, এটি ৬৪ হাজারের কাছাকাছি দাম ঘোরাফেরা করবে।
advertisement
5/5
এটি পাওয়া যাবে চারটি রঙে। এই গাড়িটির মটোর ও কন্ট্রোলারের উপর থাকবে ২৪ মাসের ওয়ারেন্টি। এটি দেশের ১০০টি রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই বাইকটি তৈরি হচ্ছে গাজিয়াবাদে।
এটি পাওয়া যাবে চারটি রঙে। এই গাড়িটির মটোর ও কন্ট্রোলারের উপর থাকবে ২৪ মাসের ওয়ারেন্টি। এটি দেশের ১০০টি রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই বাইকটি তৈরি হচ্ছে গাজিয়াবাদে।
advertisement
advertisement
advertisement