TRENDING:

হাসপাতালে বেডের সঙ্গে গুরুতর আহত ব্যক্তির হাত পা বাধা, ভাইরাল ছবি

Last Updated:

রেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিগড়: রেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে ৷ ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে ৷
advertisement

রেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ৷ জরুরি বিভাগে চিকিৎসা চলছিল ৷ সেখানে তাদের বেডের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয় ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকা রোগীরা সাহায্য চাইলেও হাসপাতালের কর্মীদের দেখা মেলেনি ৷ হাসাপাতালে রোগীদের সঙ্গে এমন ব্যবহারের ঘটনা সামনে আসতেই আলোড়ন পড়ে যায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কর্তৃপক্ষের এই বিষয়ে জানতে চাইলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস এইচ জাইদি জানান, ‘হাসপাতালের দুই চিকিৎসক তাদের চিকিৎসা করছেন ৷ এখনও পর্যন্ত আহত দুই ব্যক্তির পরিবারের কেউ আসেনি ৷ হাসপাতালের কর্মীরা তাদের পাশে সব সময় বসে থাকতে পারছে না ৷ অন্যদিকে বেডে কোনও সাইড গার্ড নেই ৷ ফলে তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হাসপাতালে বেডের সঙ্গে গুরুতর আহত ব্যক্তির হাত পা বাধা, ভাইরাল ছবি