আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Rally in Tripura) নেতৃত্বে মিছিল করা হবে বলে প্রথমে ঘোষণা করেছিল তৃণমূল৷ সেই মতো পুলিশের কাছে আবেদন জানানো হয়৷ কিন্তু ওই দিনে একই রুটে অন্য রাজনৈতিক দল আগে থেকে মিছিলের অনুমতি নিয়ে রেখেছে বলে দাবি করে তৃণমূলের আবেদন খারিজ করে পুুলিশ (Tripura Police)৷ পুলিশের থেকে এই চিঠি পেয়ে ১৬ তারিখ মিছিলের অনুমতি চায় তৃণমূল৷ কিন্তু তাতেও অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ৷ এবার পুলিশের তরফে জানানো হয়, পরের দিন বিশ্বকর্মা পুজো থাকায় আগের দিন মিছিলের নিরাপত্তা দেওয়ার মতো বাহিনী পুলিশের হাতে নেই৷
advertisement
আরও পড়ুন: ফের তৃণমূলের দিকে ঝুঁকেই অকপট ত্রিপুরার বাম স্তম্ভ মানিক সরকার! যে দুই কারণে...
মিছিলের অনুমতি না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেই (Biplab Deb) নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভয় পেয়েই বিপ্লব দেব তাঁকে আটকাতে এমন নির্দেশ দিয়েছে বলে ট্যুইটারে তোপ দাগেন অভিষেক৷
এর পর এ দিনই ফের ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়ে ত্রিপুরা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'মিছিলের অনুমতির জন্য যেভাবে অনুমতি চাওয়া প্রয়োজন, সেভাবেই আমরা চিঠি দিয়েছি৷ তবে এবার অনুমতি না মিললে আমরা আইনের পথে যাবো, সেটাও জানিয়ে রাখছি৷' তৃণমূল নেত্রী সুস্মিতা দেবও ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, '১৫ তারিখ কোন রাজনৈতিক দল কতজনকে নিয়ে আগরতলায় মিছিল করে, সেদিকে আমরা নজর রাখছি৷'
বিজেপি অবশ্য দাবি করেছে, পুলিশ প্রশাসন আইন মেনেই কাজ করছে৷ বিজেপি-র পাল্টা অভিযোগ, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও গুন্ডাগিরি এবং অরাজকতার পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল৷ শেষ পর্যন্ত ২২ তারিখ পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি দেয় কি না, সেটাই এখন দেখার৷