তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরা পুর নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে দল। পুজোর আগেই ত্রিপুরায় তৃণমূলের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। গতকাল সেই কমিটির প্রথম বৈঠকও হয়। সেখানেই ঠিক হয়, আজ শুক্রবার থেকে ত্রিপুরার সমস্ত ব্লক, পুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভিশন' নিয়ে জনসংযোগে করবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক, আশিসলাল সিং-সহ স্টিয়ারিং কমিটির ৩০ জন সদস্য।
advertisement
এদিন আগরতলায় মিছিল করার পর সুস্মিতা দেব বলেন, 'এ রাজ্যে তৃণমূলের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিজেপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ। আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সমস্ত জনদরদী কর্মসূচির কথা ত্রিপুরার মানুষের কাছে তুলে ধরব। পুরভোটে তাই তৃণমূল এখানে ভালো ফল করবে। আর তারপর বিধানসভা নির্বাচনেও বিজেপি জবাব পেয়ে যাবে।'
আরও পড়ুন: 'ত্রিপুরার জন্যে তৃণমূল', এই স্লোগান নিয়ে আজ থেকেই রাস্তায় জোড়াফুল শিবির
শুক্রবার থেকে যে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে ঘাসফুল শিবির, তার মূল স্লোগান হল 'ত্রিপুরার জন্য তৃণমূল'। দীপাবলির আগেই এই জনসংযোগের কাজ সম্পন্ন করে ফেলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক করা হয়েছে সুবল ভৌমিককে। তাঁর নেতৃত্বে প্রায় দু' ঘণ্টার বৈঠকের পর আগরতলায় সাংসদ সুস্মিতা দেব বলেন, 'কয়েক মাস পরেই ত্রিপুরায় পুর ও পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। তার আগে 'ত্রিপুরার জন্য তৃণমূল' এই স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভিশন'কে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। তার জন্য রাজ্যের ৫৮ ব্লক এবং ১৬টি পুর এলাকায় আমরা জনসংযোগ যাত্রা করছি। পশ্চিমবঙ্গের মতো কেন এরাজ্যেও তৃণমূল কংগ্রেসের সরকার দরকার, তা মানুষের কাছে ব্যাখ্যা করব।'