TRENDING:

সেনা ইস্যুতে উত্তাল সংসদ ! পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন নিয়ে জবাব প্রতিরক্ষামন্ত্রীর

Last Updated:

তৃণমূলের রাজ্য থেকে সেনা প্রত্যাহারের দাবিতে জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে সেনা নজরদারিতে এখন আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের বিরুদ্ধে এবার কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনা নজরদারির প্রতিবাদে আজ উত্তাল হল সংসদ অধিবেশনও ৷ তৃণমূলের রাজ্য থেকে সেনা প্রত্যাহারের দাবিতে জবাব দিলেন  প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷
advertisement

সেনার নজরদারি প্রসঙ্গে মনোহর পারিকর বলেন, ‘‘ উত্তর-পূর্বে বিভিন্ন রাজ্যেই সেনা পাঠানো হয়েছে ৷ পরে অন্যান্য রাজ্যেও তল্লাশি চলবে ৷ পশ্চিমবঙ্গের পুলিশকে আগেই জানানো হয়েছিল ৷ ২৮ নভেম্বর বনধ থাকায় পুলিশের কথামতো দিন পিছনো হয় ৷ পুলিশের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে ৷ সেনার রুটিন তল্লাশিকে নিয়ে তাই অহেতুক বিতর্ক তৈরি হচ্ছে ৷ এটা রাজনৈতিক হতাশা ছাড়া আর কিছুই নয় ৷ ’’

advertisement

এর আগে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেন, ‘‘বাংলায় যা হচ্ছে তা কখনও কোনও রাজ্যে ঘটেনি ৷ দ্বিতীয় হুগলি সেতুর পাশে নবান্ন ৷ সেখানে মুখ্যমন্ত্রী বসেন ৷ সেখানে হঠাৎ সেনা কনভয় চলে এল ! গাড়িতে সেনার স্টিকার লাগানো হচ্ছে ৷ কিন্তু রাজ্যেকে এসম্পর্কে কিছুই জানানো হয়নি ৷ সেনাকে নিয়ে বিতর্ক চাই না ৷ সেনারা সীমান্তে শহিদ হচ্ছেন ৷ সেনাদের জন্য আমরা সুরক্ষিত ৷ কিন্তু পুলিশকে কিছুই জানানো হয়নি ৷ স্থানীয় প্রশাসনকেও জানানো হয়নি ৷ সংবিধানে কোথায় এরকম লেখা আছে? ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অন্যদিকে পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন নিয়ে এদিন রাজ্যসভায়  সরব হন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীও ৷ তিনি বলেন, ‘‘ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যা হচ্ছে সেটা অন্যায় ৷ ওখানে টোল প্লাজায় সেনা মোতায়েন হয়েছে ৷ আমি উত্তরপ্রদেশের চার বার মুখ্যমন্ত্রী হয়েছি ৷ রাজ্যের অনুমতি না নিয়ে সেনা এলে তা সংবিধানের উপর আঘাত ৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সেনা ইস্যুতে উত্তাল সংসদ ! পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন নিয়ে জবাব প্রতিরক্ষামন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল