TRENDING:

TMC in Delhi: আজ ফের সরগরম রাজধানী, দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি

Last Updated:

তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করছে তাদের এই কর্মসূচি বাধা প্রাপ্ত হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, নয়াদিল্লি: বাংলার বঞ্চনা, এই ইস্যুকে সামনে রেখে আজ, মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ১টা থেকে শুরু হবে এই কর্মসূচি। তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করছে তাদের এই কর্মসূচি বাধা প্রাপ্ত হতে পারে।
আজ দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি (Photo Courtesy: AITC)
আজ দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি (Photo Courtesy: AITC)
advertisement

১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় বাংলার প্রাপ্য আদায়ে দিল্লিতে দু’দিন ধরে কর্মসূচি নিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। সোমবার গান্ধি জয়ন্তীতে রাজঘাটে ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের। সেই কর্মসূচি শেষে দিল্লি পুলিশের সঙ্গে সংঘাত বাধে তৃণমূল নেতৃত্বের। আজ, মঙ্গলবার যদি ফের তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অবস্থা বুঝে ব্যবস্থা। তবে একইসঙ্গে তিনি ফের চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, যদি কর্মসূচিতে যোগ দিতে আসা কোনও জব কার্ড হোল্ডার আক্রান্ত হন তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন– বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন সন্ধ্যায় অবশ্য তৃণমূলের একটি প্রতিনিধি দলের সদস্যদের কৃষিভবন যাওয়ার কথা আছে। প্রতিমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে বাংলার বকেয়ার দাবি জানাবে।

বাংলা খবর/ খবর/দেশ/
TMC in Delhi: আজ ফের সরগরম রাজধানী, দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল