TRENDING:

TMC in Tripura: আমবাসায় এবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস

Last Updated:

TMC in Tripura: আমবাসায় একাধিকবার আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতারা। সেখানেই নিজেদের শক্তি বোঝাচ্ছে তৃণমূল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: ত্রিপুরার (Tripura) মাটিতে ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার ধলাই জেলার আমবাসায় দলীয় কার্যালয় উদ্বোধন করল ঘাসফুল শিবির (TMC in Tripura)। একইসঙ্গে একাধিক রাজনৈতিক দল থেকে কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেস।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার তৃণমূল নেতা আশীষ লাল সিং,কংগ্রেস ছেড়ে তৃণমূলে সদ্য যোগ দেওয়া বাপটু চক্রবর্তী,পশ্চিমবঙ্গের যুব তৃণমূল নেতা শক্তি প্রতাপ সিং।
TMC in Tripura
TMC in Tripura
advertisement

এই আমবাসায় গত আগস্টের ৭ তারিখ সাংগঠনিক কাজে গিয়ে বাধার মুখে পরে জয়া দত্ত,দেবাংশু ভট্টাচার্য,সুদীপ রাহা। মাথায় আঘাত লাগে সুদীপের, আহত হয়েছিলেন জয়া দত্ত নিজেও।পরের দিন জয়া সহ ১৪ জন তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীর নামে এফআইআর দায়ের করা হয়।তড়িঘড়ি ত্রিপুরায় পৌঁছন তৃণমূল কংগ্রেস (TMC in Tripura) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,তার সফর সঙ্গী ছিলেন প্রাক্তন সংসদ কুনাল ঘোষ,রাজ্যসভার দুই সংসদ শান্তনু সেন ও দোলা সেন।ছিলেন পশ্চিনবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

advertisement

খোয়াই থানায় আটকে থাকা তৃণমূল কর্মীদের ছাড়িয়ে আনতে বিমান বন্দরে নেমেই পৌছেছিলেন অভিষেক।থানার বাইরে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।সেই আমবাসায় কার্যালয় উদ্বোধন রীতিমত শক্তি বৃদ্ধির বার্তা বহন করছে।

আরও পড়ুন - Indian Cricket Team-র কোচ কি ফের বিদেশি! Anil Kumble ছিটকে গেলেন রেস থেকে

advertisement

আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪৪ ধারা জারি থাকবে।ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে জানিয়েছেন ১৪৪ ধারা ওঠার ২৪ ঘন্টার মধ্যেই ত্রিপুরায় পৌঁছবেন তিনি।ফলে সেই দিনের আগে ঘর গুছিয়ে নিচ্ছে ঘাসফুল শিবির।আগরতলাতে প্রধান কার্যালয় খুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে।

আরও দেখুন - Video: Kalimpong to Bollywood, Laal Singh Chadda তে আমিরের পাশে সোনমারিকা

advertisement

তবে আমবাসার মতো জায়গায় পার্টি অফিস খোলার চেষ্টাকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ হিসাবে তারা বলছেন গ্রামাঞ্চলের ভোট ব্যাঙ্ক যদি ধরে রাখা যায় তাহলে আগামী নির্বাচনে সুবিধা হবে। তৃণমূল কংগ্রেস (TMC) নেতা আশিসলাল সিংহ জানিয়েছেন, জেলাগুলি থেকে প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ রাখছেন। সেটা একটা ভালো পদক্ষেপ। এই মানু্ষগুলি আমাদের ভবিষ্যৎ। আগামীদিনে আমাদের সংগঠন শক্তিশালী হবে এদের জন্যেই। প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটেও এখানে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস।

advertisement

 ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/দেশ/
TMC in Tripura: আমবাসায় এবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল