আরও পড়ুন: নিম্নচাপের জেরে রবিাবর ও সোমবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস
অসমের উত্তাপ সংসদে। বৃহস্পতিবার অসমের শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। এ নিয়ে মোদি সরকারের উপর চাপ বাড়াতে, লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই শুক্রবার স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেয় তৃণমূল।
আরও পড়ুন: আজও কী বৃষ্টিতে ভাসবে কলকাতা ? কী বলছে আবহাওয়া দফতর
advertisement
স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়ার পাশাপাশি, দুই কক্ষেই শিলচরের ঘটনার তুমুল সমালোচনায় সরব হন তৃণমূল সাংসদরা।
মোদি সরকারের হয়ে পাল্টা আসরে নামেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা তৃণমূল প্রতিনিধিদলের ঘাড়ে দায় চাপিয়েছেন।
আরও পড়ুন: এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম
তৃণমূলকে জবাব দেন গুয়াহাটির বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তীও।
এভাবেই শুক্রবার সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলল অসমের নাগরিকপঞ্জি ইস্যু। তৃণমূল ও বিজেপি, কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই ফের সংসদে পারদ একেবারে তুঙ্গে।