TRENDING:

Goa Assembly Election 2022: মহিলাদের জন্য সংরক্ষণই শুধু নয়, গোয়ায় তৃণমূলের আশ্বাস খনি পুনরুদ্ধারেও

Last Updated:

Goa Assembly Election 2022: গোয়ায় বেআইনি খনি সমস্যা দীর্ঘদিনের৷ অভিযোগ, বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় কয়েক হাজার কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার করা যায়নি৷ তাই সে দিকেই নজর দিয়েছিল তৃণমূল৷ খনি লুট আটকাতে কাজ করা হবে বলে আশ্বাসও দিয়েছিল তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি:   নির্বাচনের (Goa Assembly Election 2022) আগে গোয়ায় বা়ড়ছে তৃণমূল ও এমজিপির সহাবস্থান৷ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি ( Maharashtrawadi Gomantak Party) আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) জন্য তাদের  সাধারণ ইস্তাহার (manifesto) প্রকাশ করেছে৷ ক্ষমতায় এলে  উপকূলীয় রাজ্যে চাকরি ও স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি তো দিয়েছিল আগেই৷ এবার খনির (Mine) কাজ পুনরায় শুরু করাকে পাখির চোখ করল দুই দল৷ খনি, যা গোয়ার রাজস্বের অন্যতম উৎস ছিল,তা ২০১৮-র পর স্থবির হয়ে পড়ে।
TMC-MGP Alliance Promises Resumption of Mining
TMC-MGP Alliance Promises Resumption of Mining
advertisement

১৪ ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন (Goa Assembly Election 2022)৷ এর আগে  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং   মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি  দ্বারা প্রকাশিত নির্বাচনী ইসতেহারে উল্লেখ করা হয়েছে  তাদের প্রথম লক্ষ খনি৷ উত্তোলন চুক্তি এবং খনির চাকরিতে মহিলাদেরও অনুশীলন করানো হবে৷

আরও পড়ুন: হাওড়া, শালিমার থেকে বাতিল ধৌলি, ফলকনুমার মতো একগুচ্ছ ট্রেন! জেনে নিন তারিখ

advertisement

গোয়ায় বেআইনি খনি সমস্যা দীর্ঘদিনের৷ অভিযোগ, বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় কয়েক হাজার কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার করা যায়নি৷ তাই সে দিকেই নজর দিয়েছিল তৃণমূল৷ খনি লুট আটকাতে কাজ করা হবে বলে আশ্বাসও দিয়েছিল তারা৷

আরও পড়ুন: দেশের কোভিডগ্রাফ নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার! জানুন আপডেট

পাশাপাশি ক্ষমতায় এলে গোয়ায় মহিলাদের জন্য প্রায় অর্ধেক সংরক্ষণের ব্যবস্থা করবে  বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস ( AITC)৷  অভিযোগ, বিজেপির নেতৃ্ত্বাধীন সরকারে গোয়া অপরাধের পীঠস্থান হয়ে উঠেছে৷ যাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে তৃণমূলই৷

advertisement

অন্যদিকে এমজিপির তরফে জানানো হয়েছে ক্ষমতায় এলে গৃহলক্ষ্মী স্কিম লাগু৷ প্রতি মহিলাকে মাথাপিছু ৫ হাজার টাকা করে দেওয়া হবে বাংলার লক্ষ্মীর ভান্ডারের মতোই।  উল্লেখ করা হয়েছে ইস্তেহারে। ১০ দফা মূল প্রতিশ্রুতির মধ্যে রয়েছে গণপরিবহণের সংখ্যা বৃদ্ধি, বিদ্যুতের সুসমবন্টন, নিকাশি ও পানীয় জল, কৃষি, সেচ ব্যবস্থা, শিল্পের উন্নতি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর মাত্র কয়েকদিন৷ তারপরেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ( Assembly Election 2022)৷ গোয়ায় ভিত শক্ত করতে মরিয়া তৃণমূল৷ শনিবার আনুষ্ঠানিকভাবে গোয়া বিধানসভা ভোটের  ইস্তাহার ( Manifesto) প্রকাশ করা হয়েছে জোটের তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Goa Assembly Election 2022: মহিলাদের জন্য সংরক্ষণই শুধু নয়, গোয়ায় তৃণমূলের আশ্বাস খনি পুনরুদ্ধারেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল