প্রসঙ্গত, ত্রিপুরা পুর ভোটে সোনামুড়ায় তৃণমূলের ভোট শতাংশ ভাল ছিল। এই এলাকায় তাই সংগঠন মজবুত করার জন্য সময় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ বিভিন্ন সময়, সোনামুড়ার মতো জায়গায় আক্রান্ত হয়েছে তারা। এবার এই সব জায়গাতে তারা জনসংযোগ অভিযান শুরু করে দিতে চায়৷ বিভিন্ন স্থানে তারা ছোট ছোট সভা করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
আরও পড়ুন- বিশাল টুইন টাওয়ার ধ্বংসের সময় ভূমিকম্পে কেঁপে উঠবে নয়ডা! ক্ষয়ক্ষতির আশঙ্কা কত
তাই ত্রিপুরায় জেলা স্তরে তৃণমূল কংগ্রেস পৌঁছে গিয়েছে। সোনামুড়ায় হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন। ইতিমধ্যেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহার উপস্থিতিতে সোনামুড়া মহকুমা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, পতাকা উত্তোলনের সঙ্গে শুভ উদ্বোধন করা হয়েছে। এদিন সিপাহিজলা জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে।
আরও পড়ুন- ৯ সেকেন্ডে গুঁড়িয়ে যাবে নয়ডার টুইন টাওয়ার! মাত্র ১২ মিনিটেই থিতিয়ে যাবে ধুলো!
আগামীদিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে এবং প্রত্যেক মানুষের সমান অধিকার ফিরিয়ে দিতে তৃণমূল কংগ্রেস দল আরো বৃহত্তরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাড়ে চার বছরের এই অত্যাচারী সরকারের থেকে রেহাই পেতে তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রত্যেকটি জেলা স্তরে শক্তিশালী হয়ে উঠছে।
তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দোপাধ্যায় বলেন, "একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন জেলায় আমরা কর্মসূচী গ্রহণ করছি। মূল লক্ষ্য হল আমাদের মানুষের কাছে পৌঁছে যাওয়া৷ আমাদের কাজ হল মানুষের অসুবিধা দূর করা।" তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, "বিজেপির বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছেন। মানুষের পাশে দাঁড়িয়ে থাকব আমরা৷ তাই বিভিন্ন জায়গায় আমরা দলীয় কার্যালয় খুলছি।"