“আমাদের দলের সহকর্মীরা, যাঁদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও একজন বিধায়কও রয়েছেন, তাঁদের উপর যেভাবে পশ্চিমবঙ্গে হামলা চালানো হয়েছে, তা সম্পূর্ণ নিন্দনীয়। তাঁরা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করছিলেন — অথচ তাঁদেরই আক্রমণ করা হল।”
মোদির অভিযোগ, এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার ভয়াবহ অবস্থা ও তৃণমূল সরকারের অসংবেদনশীল মানসিকতা প্রকাশ করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া বার্তা — বন্যা দুর্গতদের পাশে না থেকে হিংসায় মেতে আছে তৃণমূল, রাজ্যে আইনের শাসন কার্যত লুপ্ত!
advertisement
শারদ পূর্ণিমার রাতে নিঃশব্দে করুন এই ‘কাজ’! লক্ষ্মীদেবী হবেন প্রসন্ন…অর্থভাণ্ডার ভরবে সৌভাগ্যে!
তিনি আরও লেখেন,
“আমি চাই, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন সময়ে হিংসাত্মক আচরণ না করে মানুষের পাশে দাঁড়াক। এই দুর্যোগের সময় রাজনীতি নয়, প্রয়োজন মানবিক সহায়তা।”
প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, যাতে তাঁরা “জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা চালিয়ে যান।”
ডেলিভারি বয়ের অশালীন আচরণ ক্যামেরাবন্দি! তরুণীর শরীর স্পর্শের অভিযোগ! ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য
উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি, পাহাড়ি জলোচ্ছ্বাস ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাগরাকাটা, মালবাজার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বহু গ্রাম প্লাবিত। এই পরিস্থিতিতে বিজেপির এক প্রতিনিধি দল দুর্গত এলাকাগুলি পরিদর্শনে গেলে হামলার অভিযোগ ওঠে, যা নিয়েই কেন্দ্রীয় স্তরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।