TRENDING:

TMC Foundation Day: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হল ত্রিপুরায়

Last Updated:

অভিষেকের সফরের আগে রাজনৈতিক লড়াইয়ের বার্তা 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ত্রিপুরা: দীর্ঘ আড়াই দশক ধরে নানা রাজনৈতিক উত্থান-পতন, নানা লড়াইয়ের সাক্ষী থেকেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ নির্বাচনী লড়াই জেতার পরেই তৃণমূলের লক্ষ্য ছিল ২০২৪ এর লক্ষ্যে এখন থেকে ঝাঁপিয়ে পড়া। আর সেই উদ্দেশ্যেই দলের প্রতিষ্ঠা দিবস থেকে জাতীয় রাজনীতিতে বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ১লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হল ত্রিপুরাতেও (TMC Foundation Day)।
advertisement

আরও পড়ুন: নতুন বছরের মর্মান্তিক ঘটনা! ভক্তদের তর্কাতর্কি-ধাক্কাধাক্কি-বচসায় উত্তপ্ত, ভয়ঙ্কর পরিস্থিতি বৈষ্ণোদেবী ধামে

১৯৯৮ সালের ১ জানুয়ারি নতুন দলের যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এরপর পরপর তিন বার ক্ষমতা দখল করে পশ্চিমবঙ্গের শাসক দল এখনও তৃণমূল। দেশের বহু রাজ্যে শাখা বিস্তার করেছে দল। তার মধ্যে ত্রিপুরা, গোয়া মেঘালয় অন্যতম। নতুন বছরের প্রথম দিনেই, প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী। তিনি জানিয়েছেন, ‘এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি।’

advertisement

আরও পড়ুন: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Corona Vaccine-এর নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু

একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ''নতুন বছরে অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব।’'একই সঙ্গে বিনয়ী থাকার বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

advertisement

দলনেত্রীর নির্দেশ মেনেই ত্রিপুরায় এদিন পালন হল প্রতিষ্ঠা দিবস। তৃণমুল কংগ্রেসের ২৪-তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোনামুড়া বিভাগীয় তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সকাল থেকে সোনামুড়া ব্রীজ চৌমুহনীস্থিত দলীয় অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া  প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। সকাল বেলা সোনামুড়া কমিউনিটি হাসপাতালের রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন কর্মীরা। সকালে চৌমুহনীস্থিত পার্টি অফিসে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পিছিয়ে নেই আগরতলা। সেখানেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ABIR GHOSHAL

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC Foundation Day: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হল ত্রিপুরায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল