১৯৯৮ সালের ১ জানুয়ারি নতুন দলের যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এরপর পরপর তিন বার ক্ষমতা দখল করে পশ্চিমবঙ্গের শাসক দল এখনও তৃণমূল। দেশের বহু রাজ্যে শাখা বিস্তার করেছে দল। তার মধ্যে ত্রিপুরা, গোয়া মেঘালয় অন্যতম। নতুন বছরের প্রথম দিনেই, প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী। তিনি জানিয়েছেন, ‘এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি।’
advertisement
আরও পড়ুন: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Corona Vaccine-এর নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু
একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ''নতুন বছরে অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব।’'একই সঙ্গে বিনয়ী থাকার বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
দলনেত্রীর নির্দেশ মেনেই ত্রিপুরায় এদিন পালন হল প্রতিষ্ঠা দিবস। তৃণমুল কংগ্রেসের ২৪-তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোনামুড়া বিভাগীয় তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সকাল থেকে সোনামুড়া ব্রীজ চৌমুহনীস্থিত দলীয় অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। সকাল বেলা সোনামুড়া কমিউনিটি হাসপাতালের রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন কর্মীরা। সকালে চৌমুহনীস্থিত পার্টি অফিসে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পিছিয়ে নেই আগরতলা। সেখানেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রী।
ABIR GHOSHAL