TRENDING:

Tirupati Rain: প্রবল বৃষ্টি, হু হু করে ঢুকছে জল, বিধ্বস্ত গোটা Andhra Pradesh, Reservoir ধরেছে ফাটল, এবার কী হবে

Last Updated:

অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) মন্দির শহর হিসেবে জানা যায় তিরুপতিকে (Tirupati)৷ লাগাতার ৪ দিন অবধি বৃষ্টির থেকে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও বন্যা, তিরুপতিতে বৃষ্টি (Tirupati Rain) ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বন্যার একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুপতি : অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) মন্দির শহর হিসেবে জানা যায় তিরুপতিকে (Tirupati)৷  লাগাতার ৪ দিন অবধি বৃষ্টির থেকে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও বন্যার কারণে শহরের সবচেয়ে বড় বাঁধে ফাটল তৈরি হয়ে গেছে৷  ভারীর বৃষ্টির কারণে হাইওয়ে সমেত প্রধান সড়কের অবস্থা খারাপ হয়ে গেছে৷ শহর ও গ্রামের যোগাযোগ ভেঙে গেছে৷ এখন বৃষ্টি থামলেও সোমবার থেকে ফের বৃষ্টি শুরু হচ্ছে৷
Tirupati Rain: Andhra flood fears
Tirupati Rain: Andhra flood fears
advertisement

NDTV -র রিপোর্ট অনুযায়ি, তিরুপতিতে স্থিত রামচন্দ্রপরুমে রাজ্যের সবচেয়ে বড় বাঁধ৷ রায়লা চেরুবু -র আশেপাশের বাঁধে ফাটল ধরেছে৷  স্থানীয় প্রশাসনদের জরুরি সূচনা জারি করা হয়েছে৷ দস্তাবেজ নিয়ে সুরক্ষিত জায়গায় যেতে আবেদন করা হচ্ছে সকলকে৷

তিরুপতিতে বৃষ্টি (Tirupati Rain)  ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বন্যার একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন৷

advertisement

এই ক্ষেত্রে আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা জারি করতে হয়ে বাঁধের জলের স্তর বাড়তে শুরু করেছে৷ এই জন্যে সমস্ত মানুষদের তাড়াতাড়ি গ্রাম ছেড়ে দিতে বলা হয়েছে৷ পাশাপাশি সকলকে বলা হয়েছে আত্মীয় স্বজনদের জানিয়ে দিতে তাঁরা কোথায় যাচ্ছে৷ প্রশাসন বাঁধের কাছাকাছি যেতেও সকলকে নিষেধ করেছে৷

advertisement

আরও পড়ুন -বিয়ে প্রতিশ্রুতি দিয়ে Physical Relationship, প্রেমিক বিয়েতে না বলায় Suicide কিশোরীর, আরও যা করল সে

 আরও পড়ুন - Viral Video: ‘‘ধন্যি ছেলের অধ্যাবসায়’’- পিঠে ব্যাগ, পরণে স্কুল ইউনিফর্ম, পাঁইপাঁই করে সাইকেল চালাচ্ছে Monkey

চিত্তুর জেলার তিরুমালার পাহাড়ি এলাকায় ভারী মাত্রায় জল আসছে কারণ স্বর্ণমুখী নদীতে ভয়ানক জলস্তরে বৃদ্ধি হয়েছে৷ এর ফলে একাধিক জলাশয় ভরে গেছে৷ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রবল জলের তোড়ের কারণে মাটি গলে এই জলের সঙ্গে পড়ছে৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই জগন মোহন রেড্ডি বন্যা প্রভাবিত এলাকা ঘুরে দেখেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখনও অবধি এই প্রবল বৃষ্টির জেরে বন্যার কারণে পুরো অন্ধ্রপ্রদেশে এখনও অবধি ২৪ জনের মৃত্যু হয়েছে৷ রায়লসীমা ক্ষেত্র এলাকায় বন্যার কারণে অনেক মানুষ নিখোঁজ হয়েছে৷ মৌসম বিভাগের মতে বৃষ্টির কারণে একাধিক জেলায় প্রচুর ক্ষতি হয়েছে৷ এত বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুণ৷ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রতিনিয়ত মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে চলেছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Tirupati Rain: প্রবল বৃষ্টি, হু হু করে ঢুকছে জল, বিধ্বস্ত গোটা Andhra Pradesh, Reservoir ধরেছে ফাটল, এবার কী হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল