TRENDING:

ভক্তিমূলক অনুষ্ঠানের লিংক ক্লিক করতেই চোখ কপালে, চলতে শুরু করল ব্লু ফিল্ম

Last Updated:

ই-মেল মারফত এসেছিল ভক্তিমূলক অনুষ্ঠানের লিংক, কিন্তু তা ক্লিক করতেই মাথায় হাত! মোবাইল স্ক্রিনে চলতে শুরু করল পর্নোগ্রাফি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অন্ধ্রপ্রদেশ: ই-মেল মারফত এসেছিল ভক্তিমূলক অনুষ্ঠানের লিংক, কিন্তু তা ক্লিক করতেই মাথায় হাত! মোবাইল স্ক্রিনে চলতে শুরু করল পর্নোগ্রাফি।
advertisement

অন্ধ্রপ্রদেশের টিটিডি-র শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের সাবস্ক্রিপশন নেওয়া ছিল অন্ধ্রের বাসিন্দার। প্রতিদিন ইমেল মারফত ভক্তিমূলক অনুষ্ঠান, ভক্তিগীতি অথবা ধর্মগ্রন্থের পাঠ রেকর্ড করে পাঠানো হত তাঁকে। সব ঠিকঠাকই চলছিল। চলতি সপ্তাহের শুরুতে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের তরফ থেকে তিনি একটি ইমেল পান! দিনের শেষে সব কাজ শেষ করে মোবাইল নিয়ে বসেন একটু ভক্তিমূলক অনুষ্ঠান দেখে মন শান্ত করবেন বলে, কিন্তু  লিংক  ক্লিক করতেই চোখ কপালে... কোথায় ভক্তিমূলক অনুষ্ঠান ? চলতে শুরু করল ব্লু ফিল্ম ! ইমেল-এর সাবজেক্ট-এ লেখা ছিল অনুষ্ঠানের নাম ‘শতনাম ভবতি’, আর তা ক্লিক করতেই যা শুরু হল, তাতে বেজায় চটে গেলেন ব্যক্তি! অভিযোগ জানালেন টিটিডি-র চেয়ারম্যানের কাছে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

টিটিডির চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি ও ইও জওহর রেড্ডি ঘটনার তদন্তের নির্দেশ দেন। তদন্তে জানা যায়, যে কর্মী প্রতিদিন ওই ইমেল পাঠান তিনি কাজের মধ্যেই পর্নগ্রাফি দেখছিলেন। এতটাই বুঁদ হয়ে ছিলেন যে  ইমেলে ভক্তিমূলক অনুষ্ঠানের লিংক পোস্ট করার বদলে তিনি জুড়ে দিলেন পর্নোগ্রাফির লিংক! অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তদন্তে দেখা গিয়েছে, শুধু  ওই কর্মীই  নন, শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের একাধিক কর্মী কাজের মাঝেই ব্লু ফিল্ম-সহ একাধিক ভিডিও দেখে থাকেন। বিষয়টি ভাবাচ্ছে কর্তৃপক্ষকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভক্তিমূলক অনুষ্ঠানের লিংক ক্লিক করতেই চোখ কপালে, চলতে শুরু করল ব্লু ফিল্ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল