আরও পড়ুনঃ নগদ কত টাকা রাখা যায় বাড়িতে? কতটা ক্যাশ আলমারিতে রাখতে পারবেন, জেনে নিন
তিনি প্রথম মহিলা টিকিট চেকার, যিনি যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ ১ কোটির বেশি জরিমানা সংগ্রহ করেছেন। তিনি দক্ষিণ রেলওয়ের প্রধান টিকিট চেকার হিসাবে কর্মরত। টুইটার পোস্ট করে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, “ তিনি তাঁর কর্তব্যের প্রতি অবিচল! শ্রীমতী রোজালিন অরোকিয়া মেরি, ভারতীয় রেলওয়ের টিকিট-চেকিং পরীক্ষকদের মধ্যে প্রথম মহিলা যিনি জরিমানা বাবদ ১.০৩ কোটি টাকা সংগ্রহ করেছেন।”
advertisement
এই পোস্টটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ‘লাইক’ এবং কমেন্ট করেন নেটিজেনরা। সবাই তাঁর কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন।একটি প্রেস বিজ্ঞপ্তিতে, দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ে থেকে জানানো হয়েছে যে নজন টিকিট-চেকিং পরীক্ষক চলতি আর্থিক বছরে জরিমানা বাবদ ১.০৩ কোটি টাকা সংগ্রহ করেছেন।
টিকিট পরীক্ষকরা মোট ১.১৬ লক্ষ যাত্রীদের থেকে জরিমানা নিয়েছেন, যাঁরা টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন বা অনিয়মিত ভ্রমণকারী বা বুকিং-এ লাগেজ ছিল না। মোট জরিমানা আদায় হয়েছে ৯.৬২ কোটি টাকা।
নজন টিকিট-চেকিং পরীক্ষক প্রত্যেকের এখন আদায় করা টাকার পরিমাণ ১ কোটির ঘরে। দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে “দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের ইতিহাসে এই প্রথম যে কোনও টিকিট-চেকিং পরীক্ষক জরিমানা বাবদ ১.০ কোটি টাকা আয় করেছেন।”