TRENDING:

মাকে ব্যাপক মারধর করে ঘরে বন্দি করে দিয়েছিল ছেলে, তিন স্কুল ছাত্রীর তৎপরতায় উদ্ধার

Last Updated:

এ কেমন ছেলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গড়বেতা: তিন ছাত্রীর সাহসিকতার পরিচয় দিয়ে বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করাল৷  ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার করমশোল  এলাকায় ৭৫ বছর বয়সী উমা রানী মন্ডলের ছেলে শ্যামাপদ মণ্ডল দীর্ঘদিন ধরে মায়ের উপর অত্যাচার করত৷ এমনকি মারধরও করত মাকে ৷ বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় একই ঘটনা ঘটে মাকে মারধরের পর খেতে না দিয়ে বাড়িতে আটকে রাখে সে৷ এই ঘটনা জানতে পেরে কেয়াবনি হাই স্কুলের তিনজন  দশম শ্রেণীর ছাত্রী উদ্যোগ নেয় ৷
advertisement

তাদের উদ্যোগে তৎক্ষণাৎ ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে  নিয়ে আসা হয়  এবং হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসা করান হয় ৷

আরও পড়ুন - মারাত্মক! শৌচাগার তৈরিতে বাধা, বড় জাকে খুন করল ছোট জা

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

ওই তিন ছাত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান স্কুল থেকে কয়েকদিন আগেই থানা এবং ভিডিও অফিসে নিয়ে আসা হয়েছিল আমাদেরকে এবং সেখানে আমাদেরকে বলা হয়েছিল কোন রকম ঘটনা ঘটলো তার সঙ্গেসঙ্গে পুলিশ কাকুদের জানাতে,  সেইমতোই তারা কাজ করেছিল আর এর কারণেই  এই বৃদ্ধ মহিলাকে থানায় নিয়ে যায় ,এই ঘটনায় ওই তিন স্কুল পড়ুয়াকে সাধুবাদ জানান এলাকার মানুষ ৷  ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড পুলিশ পৌঁছায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মাকে ব্যাপক মারধর করে ঘরে বন্দি করে দিয়েছিল ছেলে, তিন স্কুল ছাত্রীর তৎপরতায় উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল