এই প্রসঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, ” বারামুলার চক টপার ক্রিরি পাটান অঞ্চলে এনকাউন্টার শুরু হয়।” এরপরেই গুলি যুদ্ধে তিন জঙ্গিকে খতম করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী। এলাকায় ড্রোন দিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘আমার বাবাও ওই ফ্লাইটে ছিলেন’, ১৯৮৪-এর বিমান হাইজ্যাকের ঘটনা মনে করালেন জয়শঙ্কর
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার ছোটরো গ্রামেও সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই জওয়ান শহিদ হন। এবং আরও দুইজন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডলে এই খবর নিশ্চিত করা হয়।
এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফে লেখা হয়, “ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের শ্রদ্ধা সর্বোচ্চ বলিদান দেওয়ার জন্য। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
নিহত দুই জওয়ানের পরিচয় জানা গিয়েছে নায়েব সুবেদার বিপিন কুমার এবং সিপাহি অরবিন্দ সিং।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে জমে থাকা জলে ডুবল XUV! মৃত্যু ব্যাঙ্ক ম্যানেজার ও ক্যাশিয়ারের
যত নির্বাচন কাছে আসছে ততই যেন জঙ্গিদের তৎপরতা বেড়ে চলেছে। অন্যদিকে এই আশঙ্কা আগেই আঁচ করেছিল ভারতীয় সেনাবাহিনী। তাই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই গোটা উপত্যকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। তারপর থেকেই একের পর এক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভূস্বর্গ।