TRENDING:

তেজ প্রতাপের বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আরজেডি নেতা

Last Updated:

প্রসঙ্গত, ১২ মে লালু প্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় আরজেডি বিধায়কের কন্যা ঐশ্বর্য রায়ের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপের বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন আরজেডি নেতা সহ চারজনের ।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিষাণগঞ্জ থেকে পটনা যাওয়ার পথে বিহারের অররিয়া জেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে । তখনই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চারজনের । ঘটনাটি সকাল ৬টা নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: লালুর ছেলের বিয়েতে বিশৃঙ্খলা : হল খাবার লুঠ, প্লেট ভাঙচুর

advertisement

মৃতদের মধ্যে রয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী ইসলামুদ্দিনের পুত্র আরজেডি কর্মী ইকরামুল হক বাঘি, কিষাণগঞ্জের জেলা সভাপতি ইন্তেকাব আলম, দীঘলগঞ্জ ব্লক সভাপতি পাপ্পু এবং গাড়ির চালক সাহিল । অররিরা জেলার এসডিপিও মনোজ কুমার জানান, সম্ভবত গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে । মৃতদেহগুলি ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ১২ মে লালু প্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় আরজেডি বিধায়কের কন্যা ঐশ্বর্য রায়ের । বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন নীতিশ কুমরাও । এই বিয়ের জন্য তিন দিনের জন্য প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছেন লালু ।

বাংলা খবর/ খবর/দেশ/
তেজ প্রতাপের বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আরজেডি নেতা