লালুর ছেলের বিয়েতে বিশৃঙ্খলা : হল খাবার লুঠ, প্লেট ভাঙচুর
Last Updated:
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ও বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ ও ঐশ্বর্যর বিয়ের দিকে সবারই নজর ছিল ৷ সবাই অপেক্ষায় ছিলেন কেমন হবে এই হাই প্রোফাইল বিয়ে বাড়ি ? উৎসাহ ছিল চরমে ৷
#পটনা: আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ও বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ ও ঐশ্বর্যর বিয়ের দিকে সবারই নজর ছিল ৷ সবাই অপেক্ষায় ছিলেন কেমন হবে এই হাই প্রোফাইল বিয়ে বাড়ি ? উৎসাহ ছিল চরমে ৷ এই হাই প্রোফাইল বিয়ে বাড়িতে নিমন্ত্রিতের সংখ্য়া প্রায় ১০ হাজার ৷
প্রথমে সবই ঠিকঠাক ছিল কিন্তু পরে খাবার নিয়ে বাধে গোলযোগ, বিশৃঙ্খলা ৷ নিমন্ত্রিতদের অভিযোগ তাঁরা বহুক্ষণ অপেক্ষা করার পরেও খাবার দাবার পাননি ৷ পরে ধৈর্যের বাঁধ ভাঙে ৷ শুরু হয় তোলপাড়, চলে ভাঙচুর ৷ অধৈর্য হয়ে নিমন্ত্রিতদের একাংশ খাবারের প্লেট ভাঙচুর করেছেন ৷ তাঁদের অভিযোগ ভিআইপিদের খাবারের মান বেশি ভাল ছিল ৷ সেই আক্রোশে লুঠ হয় খাবারও ৷ উত্তেজিতরা ভিআইপি জোনও ভাঙচুর করেছেন ৷
advertisement
advertisement
খাবারের স্টলে বেশ কয়েকজন নিমন্ত্রিত বচসায় জড়িয়ে পড়েন ৷ শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হয় ৷ তাঁদের অভিযোগ অভব্যতার শিকার হয়েছেন নিমন্ত্রণ রক্ষা করতে এসে ৷ সব মিলিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতি শুরু হয় ৷ নিমন্ত্রিতদের একাংশ অভিযোগ করেছেন যাঁরা খাবারের দায়িত্বে ছিলেন তাঁদের উপর লাঠি চালিয়েছেন ৷ পরে লালুর পরিবারের লোকজন এসে পরিস্থিতি সামাল দেন ৷
advertisement
এই হাই প্রোফাইল বিয়েতে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কংগ্রেস নেতা সিপি যোশী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, শরদ যাদব সহ প্রমুখরা ৷
Location :
First Published :
May 13, 2018 1:54 PM IST