corona virus btn
corona virus btn
Loading

লালুর ছেলের বিয়েতে বিশৃঙ্খলা : হল খাবার লুঠ, প্লেট ভাঙচুর

লালুর ছেলের বিয়েতে বিশৃঙ্খলা : হল খাবার লুঠ, প্লেট ভাঙচুর
তেজপ্রতাপ-ঐশ্বর্যর বিয়েতে বিশৃঙ্খলা (নিজস্ব ছবি)

আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ও বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ ও ঐশ্বর্যর বিয়ের দিকে সবারই নজর ছিল ৷ সবাই অপেক্ষায় ছিলেন কেমন হবে এই হাই প্রোফাইল বিয়ে বাড়ি ? উৎসাহ ছিল চরমে ৷

  • Share this:

#পটনা: আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ও বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ ও ঐশ্বর্যর বিয়ের দিকে সবারই নজর ছিল ৷ সবাই অপেক্ষায় ছিলেন কেমন হবে এই হাই প্রোফাইল বিয়ে বাড়ি ? উৎসাহ ছিল চরমে ৷ এই হাই প্রোফাইল বিয়ে বাড়িতে নিমন্ত্রিতের সংখ্য়া প্রায় ১০ হাজার ৷

আরও পড়ুন : আগামীকাল রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথমে সবই ঠিকঠাক ছিল কিন্তু পরে খাবার নিয়ে বাধে গোলযোগ, বিশৃঙ্খলা ৷ নিমন্ত্রিতদের অভিযোগ তাঁরা বহুক্ষণ অপেক্ষা করার পরেও খাবার দাবার পাননি ৷ পরে ধৈর্যের বাঁধ ভাঙে ৷ শুরু হয় তোলপাড়,  চলে ভাঙচুর ৷ অধৈর্য হয়ে নিমন্ত্রিতদের একাংশ খাবারের প্লেট ভাঙচুর করেছেন ৷ তাঁদের অভিযোগ ভিআইপিদের খাবারের মান বেশি ভাল ছিল ৷ সেই আক্রোশে লুঠ হয় খাবারও ৷ উত্তেজিতরা ভিআইপি জোনও ভাঙচুর করেছেন ৷

খাবারের স্টলে বেশ কয়েকজন নিমন্ত্রিত বচসায় জড়িয়ে পড়েন ৷ শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হয় ৷ তাঁদের অভিযোগ অভব্যতার শিকার হয়েছেন নিমন্ত্রণ রক্ষা করতে এসে ৷ সব মিলিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতি শুরু হয় ৷ নিমন্ত্রিতদের একাংশ অভিযোগ করেছেন যাঁরা খাবারের দায়িত্বে ছিলেন তাঁদের উপর লাঠি চালিয়েছেন  ৷ পরে লালুর পরিবারের লোকজন এসে পরিস্থিতি সামাল দেন ৷

আরও পড়ুন : বহিরাগত ঠেকাতে বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে চলছে নাকা তল্লাশি

এই হাই প্রোফাইল বিয়েতে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কংগ্রেস নেতা সিপি যোশী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, শরদ যাদব সহ প্রমুখরা ৷

First published: May 13, 2018, 1:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर