TRENDING:

ঘাটালে তিনশো বছরের পুরোন কালীপুজোয় বদল হয়নি কোন নিয়ম, হয় ৪০টি পাঁঠা বলি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঘাটাল: রীতি মেনেই শক্তির আরাধনা। ঘাটালে মণ্ডল পরিবারের কালীপুজো দেখতে ভিড় জমান অগণিত ভক্ত। আজও প্রথা মেনে হয় পাঁঠা বলি। প্রায় চল্লিশটিরও বেশি পাঁঠা বলি দেওয়া হয়। পুজোয় যোগ দিতে বাড়ির সদস্যরা হাজির জড়ো হন খড়ার গ্রামের বাড়িতে।
advertisement

ঘাটালে প্রসিদ্ধ মণ্ডল পরিবারের প্রাচীন কালীপুজো। এই পুজো দেখতে আশেপাশের গ্রামের বাসিন্দারা হাজির হন খড়ার গ্রামে। হুগলি জেলা থেকে কাঁসা-পিতলের ব্যবসা করতে খড়ারে এসেছিল মণ্ডল পরিবার। তারপর থেকে খড়ারে স্থানীভাবে বসবাস শুরু করেন তাঁরা। শুরু করেন কালীপুজো।মণ্ডল পরিবারের পুজোয় আজও রীতি মেনে হয় পাঁঠা বলি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পরিবারের দাবি, তিনশো বছরের পুরোন এই পুজোর বিশেষত্ব, পাঁঠা বলি। বলি দেখতে কালীপুজোর দিন ভিড় জমান ভক্তরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ঘাটালে তিনশো বছরের পুরোন কালীপুজোয় বদল হয়নি কোন নিয়ম, হয় ৪০টি পাঁঠা বলি