TRENDING:

দোকানে ঢুকে হাত স্যানিটাইজ করে ৩৬ লাখ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, ভাইরাল ভিডিও

Last Updated:

হঠাৎই তিন যুবক ঢোকে দোকানে । তাঁরা মুখে মাস্ক পরেছিল । দোকানে ঢোকার পরে নিয়মাবলী মেনে আগেই হাত স্যানিটাইজ করে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিগড়: করোনা বিধি মেনে দোকানে ডাকাতি চালানোর কথা এর আগে কেউ কখনও শোনেননি । তবে উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটল এমনই ঘটনা । ডাকাত হয়েও এই অতিমারীর সময় স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করল না দুষ্কৃতীদের ওই হ্যাং । সোনার দোকালে লুঠ করতে এসেও ভাল করে হাত স্যানিটাইজ করে নিল তারা। তারপর লুঠপাঠ চালালো দোকানে । সোনার দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমনই দৃশ্য । আর যা দেখে হতবাক নেটিজেনরা । ভিডিওটি তুমুল গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
advertisement

advertisement

আলিগড়ের একটি সোনার দোকানে এই ঘটনা ঘটেছে । সকালে প্রতিদিনের মতই দোকান খুলেছিল । দোকানে কাস্টমাররা বেচাকেনা করছিলেন । ইতিমধ্যে হঠাৎই তিন যুবক ঢোকে দোকানে । তাঁরা মুখে মাস্ক পরেছিল । দোকানে ঢোকার পরে নিয়মাবলী মেনে আগেই হাত স্যানিটাইজ করে তারা। তারপরেই কোমরে গোঁজা পিস্তল বের করে । ভয়ে সমস্ত জিনিস তাদের হাতে তুলে দেন দোকানের কর্মচারীরা । মোট ৩৬ লাখ টাকার সোনার জিনিস নিয়ে চম্পট দেয় তারা । সঙ্গে নিয়ে যায় প্রায় ৫০ হাজার টাকা নগদও ।

advertisement

পুলিশ সূত্রে খবর, ওই তিন অভিযুক্ত ঘটনার পরেই এলাকা থেকে পালিয়ে গিয়েছে । তবে তাদের খোণজে পুরোদমে তল্লাশি শুরু হয়েছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
দোকানে ঢুকে হাত স্যানিটাইজ করে ৩৬ লাখ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল