এদিন পশ্চিমবঙ্গে জন্য বড় ঘোষণা করলেন নির্মলা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উপরে এই ঘোষণা করা হয়েছে। সড়ক পথে যোগাযোগের ব্যাপারে অর্থমন্ত্রী জানান, বাংলায় রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি। এছাড়া কলকাতা-শিলিগুড়ি জাতীয় সড়ক সংস্কার করা হবে বলেও তিনি জানান।
advertisement
রেলের ক্ষেত্রেও এমন ঘোষণা করেছেন, যা বাংলার মানুষের কাছে প্রাপ্তি বলেই মনে করা হচ্ছে। নির্মলা জানান, রেলের ক্ষেত্রে খড়গপুর থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পর্যন্ত ফ্রেট করিডর তৈরি করা হবে। এছাড়াও গোমো থেকে ডানকুনি ২৭৪ কিলোমিটার রেল ট্র্যাক তৈরি হবে। রেলের কামরাগুলিরও উন্নততর নির্মাণ হবে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বাংলার রাজনীতির ময়দান সরগরম। এই কদিনেই কেন্দ্রীয় বেশ কয়েকজন মন্ত্রী বাংলা সফর করে গিয়েছে। গেরুয়া শিবিরে যোগও দিয়েছেন অনেকে। আর তার মধ্যেই বাজেটে এমন ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।