১৭জুন শুরু হয়েছিল রবিউলের স্বপ্নের যাত্রা। যা পরিণতি পায় ১৫অগাস্ট। ভারতের স্বাধীনতা দিবসে ওয়াঘা সীমান্তে থাকতে পেরে কেমন লাগল এই বাংলাদেশী সাইক্লিস্টের? চোখ ঢেকেছে কুয়াশায়। কখনও হিমাঙ্কের নিচে নেমেছে তাপমাত্রা। পেরোতে হয়েছে ঢালু, পাহাড়ি ভাঙা পথ। তবে রবিউলের পা থামেনি। থামবেও না। তাঁর পৃথিবী একটাই। যে পৃথিবী অনায়াসে সাইকেলে চক্কর কেটে আসা যায়। কাঁটাতারকে বুড়ো আঙুল দেখিয়ে। রাজশাহীর ছেলে তাই অবলীলায় প্রেমে পড়তে পারেন কলকাতার।
advertisement
রক্তে অ্যাডভেঞ্চারের নেশা। চোখে হার না মানার স্বপ্ন। আর পরিবেশের প্রতি উজাড় করে দিতে পারা প্রেম। যে প্রেম মিলিয়ে দিতে পারে এপার ওপারকে। যে নেশায় সব ব্যবধান মুছে এক হয়ে যান বাঘাযতীনের সম্রাট, আর রাজশাহীর রবিউল...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2019 12:17 PM IST