ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশীনগর জেলার একটি গ্রামে। বুধবার রাতে সেখানে বিয়েবাড়ির অনুষ্ঠানে সকলেই তখন আনন্দে মজে রয়েছেন। অতিথিদের বসার জন্য মজে যাওয়া কুয়ো চাঙড়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেখানেই হয়েছিল বসার ব্যবস্থা। সেখানে বসেই বহু মানুষ বসে বিয়ের অনুষ্ঠান দেখছিলেন। সেই সময়ই ওজন নিতে না পেরে কুয়োর মধ্যে সেই চাঙড় ভেঙে পড়ে। সঙ্গেসঙ্গে পড়ে যান ১৩ জন। মৃত্যুও ঘটে তাঁদের মধ্যে এগারো জনের।
advertisement
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে
পুলিশ জানিয়েছে, কুয়োয় পড়ে যাওয়া দু’জনের অবস্থা সংকটজনক। স্বাভাবিক কারণেই এই ঘটনার পরপরই বিয়ের অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পরপরই নেটমাধ্যমে ছডিয়ে পড়েছে বিয়েবাড়ির একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, টর্চের আলো জ্বেলে, মই নামিয়ে উদ্ধারকার্য চালানো হচ্ছে। স্বজনহারা এলাকার মানুষজন কান্নায় ভেঙে পড়েছেন।
আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি, রবিবারের জন্য বিশেষ সতকর্তা! হাওয়া অফিসের পূর্বাভাস যা বলছে...
কুশীনগরের জেলাশাসক এস রাজালিঙ্গম জানিয়েছেন, কুয়োয় পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে চাঙড় ভেঙেই এই ঘটনা ঘটেছে। চাঙড়টি ওজন নিতে না পেরে ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে মাথাপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।