TRENDING:

অনলাইনে লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকুন এই বিষয়গুলিতে

Last Updated:

অনলাইনে লেনদেনে সামান্য একটি ভুলে খোয়া যেতে পারে লক্ষ লক্ষ টাকা ৷ অনলাইন লেনদেন করার সময় অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিনকাল বদলেছে, এখন আর শহরের অলিগলিতে চোর ডাকাতের দেখা মেলে না ৷ বরং আন্তর্জালের অলিগলিতে নিত্যনতুন শিকার খুঁজে বেড়ায় অপরাধী ৷ বন্দুক-পিস্তলের জোরে নয়, মাউসের সামান্য একটা ক্লিকেই হাপিস লাখ লাখ টাকা ৷ মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে চম্পট দিচ্ছে অপরাধীরা ৷ কিন্তু চোখের সামনে থাকলেও এমন চোর-ডাকাতের সন্ধান পেতেই ঘাম ছুটছে পুলিশের ৷
advertisement

অনলাইন লেনদেনের জনপ্রিয়তা বাড়ছে মানুষের মধ্যে ৷ শপিং থেকে বিল পেমেন্ট সমস্ত কিছুই এখন অনলাইনে সারছেন বেশিরভাগ মানুষ ৷ পাশাপাশি ফান্ড ট্রান্সফারের জন্য আ ব্যাঙ্কের লম্বার লাইনে না দাঁড়িয়ে এক ক্লিকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করছেন বহু মানুষ ৷ তবে অনলাইনে লেনদেনে সামান্য একটি ভুলে খোয়া যেতে পারে লক্ষ লক্ষ টাকা ৷ অনলাইন লেনদেন করার সময় অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি-

advertisement

১. সাইবার ক্যাফে থেকে যে কম্পিউটার থেকে কখনও লেনদেন করবেন না ৷

২. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থেকে লেনদেন করার সময় খেয়াল রাখবেন যে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভেট করা রয়েছে ৷

৩. নিজের পাসওয়ার্ড হিসেবে নাম, জন্মতারিখ বা অ্যানিভার্সারির তারিখ না রাখার চেষ্টা করনে ৷

৪. ইমেলের মাধ্যমে প্যান বা আধার নম্বর চাইলে শেয়ার করবেন না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

৫. অজানা ব্যাক্তির ইমেল থেকে লিঙ্ক পাঠানো হলে তাতে ক্লিক করবেন না ৷

বাংলা খবর/ খবর/দেশ/
অনলাইনে লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকুন এই বিষয়গুলিতে