অনলাইন লেনদেনের জনপ্রিয়তা বাড়ছে মানুষের মধ্যে ৷ শপিং থেকে বিল পেমেন্ট সমস্ত কিছুই এখন অনলাইনে সারছেন বেশিরভাগ মানুষ ৷ পাশাপাশি ফান্ড ট্রান্সফারের জন্য আ ব্যাঙ্কের লম্বার লাইনে না দাঁড়িয়ে এক ক্লিকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করছেন বহু মানুষ ৷ তবে অনলাইনে লেনদেনে সামান্য একটি ভুলে খোয়া যেতে পারে লক্ষ লক্ষ টাকা ৷ অনলাইন লেনদেন করার সময় অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি-
advertisement
১. সাইবার ক্যাফে থেকে যে কম্পিউটার থেকে কখনও লেনদেন করবেন না ৷
২. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থেকে লেনদেন করার সময় খেয়াল রাখবেন যে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভেট করা রয়েছে ৷
৩. নিজের পাসওয়ার্ড হিসেবে নাম, জন্মতারিখ বা অ্যানিভার্সারির তারিখ না রাখার চেষ্টা করনে ৷
৪. ইমেলের মাধ্যমে প্যান বা আধার নম্বর চাইলে শেয়ার করবেন না ৷
৫. অজানা ব্যাক্তির ইমেল থেকে লিঙ্ক পাঠানো হলে তাতে ক্লিক করবেন না ৷