TRENDING:

পকোড়া ভেজে চুরি করে চম্পট দিল চোরের দল, নয়ডায় যা হল অবাক হবেন

Last Updated:

অন্যদিকে, সেক্টর ৮২ তে একই চোরের দল একই কায়দায় অপারেশন চালায়। সেখান থেকে লুঠ হয় আরও গয়নাগাটি এবং ৪০ লক্ষ টাকা নগদ। মনে করা হচ্ছে, তাঁরা বহুদিন ধরেই ওই বাড়ি গুলিতে নজর রেখেছিল এবং যখনই তাঁরা দেখতে পায় যে বাড়ি ফাঁকা এরপরেই তাঁরা এই কাণ্ড ঘটায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: চুরি করার আগে আজব কাণ্ড ঘটাল চোরের দল। যা দেখে চাঞ্চল্য ছড়াল দিল্লির নয়ডায়। ঘরে ঢুকে চুরি করাতেই সীমাবদ্ধ না থেকে, চুরি করার আগে রীতিমত পিকনিকের মেজাজে পকোড়া ভেজে খেয়ে তারপর চুরি করে পালাল চোরের দল।
advertisement

নয়ডায় চোরের এই দলের কাণ্ড দেখে চোখ কপালে প্রতিবেশী-সহ এলাকার মানুষদের। ফ্রিজ খুলে নিজের পছন্দমত খাবার খাওয়া থেকে শুরু করে পকোড়া ভেজে তা আমোদ করে খাওয়া। সবটাই যেন অপ্রত্যাশিত ঠেকছে এলাকাবাসীর কাছে।

সেক্টর ২৫ এর কাছে এই ঘটনায় ওই বাড়িতে চোরেরা মোট ৩ লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

advertisement

শুধু এখানেই থেমে থাকে না তাঁরা। পানের পিক ফেলে নোংরা করে ডাইনিং থেকে বাথরুম।

আরও: বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা! দিল্লি যাওয়ার পথে বিস্ফোরক মমতা

অন্যদিকে, সেক্টর ৮২ তে একই চোরের দল একই কায়দায় অপারেশন চালায়। সেখান থেকে লুঠ হয় আরও গয়নাগাটি এবং ৪০ লক্ষ টাকা নগদ।

মনে করা হচ্ছে, তাঁরা বহুদিন ধরেই ওই বাড়ি গুলিতে নজর রেখেছিল এবং যখনই তাঁরা দেখতে পায় যে বাড়ি ফাঁকা এরপরেই তাঁরা এই কাণ্ড ঘটায়।

advertisement

চোরেরা মধ্যপ্রদেশে নিবাসী এক পরিবারের বাড়িতেই এই কাণ্ড ঘটায়। সূত্রের খবর, বাড়ির তালা ভেঙে রান্নাঘরে ঢুকে পকোড়া ভেজে, সোনা এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি নিয়ে চম্পট দেয়।

রহস্যময়ভাবে, চোরেদের এই কাণ্ডের পিছনে মনে করা হচ্ছে কিছুদিন আগেই মুক্তি পাওয়া অনুরাগ কাশ্যপ অভিনীত বিজয় সেতুপতির “মহারাজা” সিনেমার ছায়া আছে। যেখানে মালিকের সব কিছু লুঠ করার আগেও একই কায়দায় রান্না করে ভোজ সারা হত।

advertisement

চুরি করতে এসে চোরেদের এমন অবাক করা কাণ্ডের ঘটনা আগেও ঘটেছে। ঠিক যেমন লখনউতে এক মদ্যপ ব্যক্তি সুনীল পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে এসে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গৃহকর্তা বারাণসী থেকে ফিরে এসে হাতেনাতে পাকড়াও করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কিন্তু চুরি করতে এসে রান্না করে ভোজ সেরে তারপর চুরি করে চম্পট দেওয়া ভয় ধরিয়েছে নয়ডাবাসীর মনে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পকোড়া ভেজে চুরি করে চম্পট দিল চোরের দল, নয়ডায় যা হল অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল