এ পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু ঠিক নতুন বছরের মুখে মোটা টাকা নগদ চুরির আনন্দে একটু বেশিই দিশেহারা হয়ে পড়েছিল সে৷ চুরির সাফল্য উদযাপনে দোকানে থরে থরে সাজানো বোতল থেকে মদ নিয়ে আকণ্ঠ মদ্যপান করে ফেলে সে৷ এর পর যা হওয়ার তাই হল৷ মদের নেশায় আর নড়াচড়া করার ক্ষমতা ছিল না ওই চোরের৷ নেশার ঘোরে ওই মদের দোকানের ভিতরেই লুটিয়ে পড়ে সে৷
advertisement
আরও পড়ুন: হাজার মানুষের মৃত্যু হতে পারত আজ, এড়াল বিরাট ট্রেন দুর্ঘটনা! দোষী সেই ‘স্টোনম্যান’
পরদিন সকালে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখ খোলে সে, তখন তাকে ঘিরে রয়েছে মদের দোকানের কর্মচারীরা৷ এত পরিশ্রম করে চুরি করা টাকাও তখন ওই চোরের চারপাশে ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে৷ একই ভাবে ছড়ান ছিল বেশ কয়েকটি মদের বোতলও৷
মজার এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার হায়দ্রাবাদের মেদক জেলায়৷ দোকানের এক কর্মচারী জানিয়েছেন, রবিবার রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করেন তাঁরা৷ সোমবার সকালে এসে দোকান খোলার সময় ওই চোরকে আবিষ্কার করেন তাঁরা৷ তখনও প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই চোর৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে ওই চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷
শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই চোরের নেশার ঘোর পুরোপুরি কাটেনি৷ ফলে ওই চোরের পরিচয়ও জানতে পারেনি পুলিশ৷ নেশা কাটলেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে৷