মধ্যপ্রদেশের মান্ডলা জেলার পিছিয়ে পড়া গোন্দ উপজাতি কিন্তু মহিলাদের তাদের প্রাপ্য মর্যাদা দিতে অদ্ভুত এক নিয়ম বানিয়েছে ৷ এই নিয়ম অনুযায়ী কোনও মহিলার স্বামী মারা যাওয়ার পর বিধবা হয় না ৷ এখানে কোনও বিধবা মহিলাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ৷ কারণ এই সম্প্রদায়ের রীতি অনুযায়ী যদি কোনও মহিলার স্বামী মারা যায় তাহলে পরিবারের অবিবাহিত পুরুষের সঙ্গে তার ফের বিয়ে দেওয়া হয় ৷ একটি ইংরেজি সংবাদমাধ্যম অনুযায়ী, যদি কোনও মহিলা বিধবা হওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করতে রাজি না হয় তাহলে তাকে বিশেষ ভাবে বানানো একটি রুপোর বালা পরানো হয় ৷ এরপর তাকে বিবাহিত মহিলার স্থান দেওয়া হয় ৷ এবং যে ওই মহিলাকে রুপোর বালাটি দেয় তাকেই মহিলার সমস্ত দায়িত্ব নিতে হয় ৷
advertisement
৪২ বছরের পতিরাম বারখেরের দাদু মারা যাওয়ার ঠিক ন’দিন পর পরিবারের রীতি মেনে তার নিজের ঠাকুমাকে বিয়ে করেন ৷ এরপর থেকে পারিবারিক ও সামাজিক সমস্ত অনুষ্ঠানে ঠাকুমা ও নাতি, স্বামী-স্ত্রী হিসেবে যোগদান করতেন ৷ শুধু তাই নয় ৷ ঠাকুমাকে বিয়ে করার ফলে বাবা বেঁচে থাকা স্বত্ত্বেও নাতি কেই তখন পরিবারের কর্তা মানা হয় ৷ তবে নাবালক অবস্থায় ঠাকুমাকে বিয়ে করতে হলেও, স্বাবালক হওয়ার পর আরেকটি বিয়ে করার অনুমতি রয়েছে ৷