TRENDING:

The Vial–India’s Vaccine Story: প্রত্যন্ত গ্রামে ভ্যাকসিন নিতে অনীহা! কীভাবে সফল হলেন স্বাস্থ্যকর্মীরা, জানুন

Last Updated:

The Vial–India’s Vaccine Story: হিস্ট্রি টিভি ১৮-এর নতুন ডকুমেন্টারি ‘The Vial – India’s Vaccine Story’ -তে প্রকাশ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ দিল্লি: করোনা মহামারির মধ্যে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি চ্যালেঞ্জিং ছিল স্বাস্থ্যকর্মীদের সামনে। দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। এরকম একটি অভিজ্ঞতার বিবরণ দিয়ে হিস্ট্রি টিভি ১৮-এর নতুন ডকুমেন্টারি ‘The Vial – India’s Vaccine Story’ -তে প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, কীভাবে হিমাচল প্রদেশের মালানার বাসিন্দারা ভ্যাকসিন নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু স্বাস্থ্যসেবার কর্মীরা এবং জেলা প্রশাসনের চেষ্টায় সেই বাসিন্দাদের ভ্যাকসিনের আওতায় আনা হয়।
দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি চ্যালেঞ্জিং ছিল স্বাস্থ্যকর্মীদের সামনে।
দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি চ্যালেঞ্জিং ছিল স্বাস্থ্যকর্মীদের সামনে।
advertisement

পার্বতী উপত্যকার গ্রাম মালানা যোগাযোগ ব্যবস্থা আধুনিক নয়। কিন্তু এই এলাকায় স্বাস্থ্য কর্মীদের চ্যালেঞ্জ আরও বেশি ছিল। গ্রামের বাসিন্দারা দাবি করেন যে তাঁরা আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর এবং তাই তাঁদের সংস্কৃতি খুব আলাদা। তাঁরা তাঁদের স্থানীয় দেবদেবীর প্রতি বিশ্বাস রেখে বাইরের লোকদের সন্দেহের চোখে দেখেন।

advertisement

‘The Vial – India’s Vaccine Story’-তে কী বললেন সেখানকার আধিকারিক

বিষয়টি নিয়ে জানিয়েছেন কুল্লু জেলার ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ। তিনি বলেন, “আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা মালানায় পিছিয়ে ছিলাম। তাই জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিক সহ পুরো দলটি গ্রামে যাওয়ার এবং বাসিন্দাদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিই। মালানার বাসিন্দারা বহিরাগতদের প্রতি খুব বেশি গ্রহণযোগ্য নয় এবং আমরাও এর ব্যতিক্রম ছিলাম না। যাইহোক, স্থানীয় পঞ্চায়েত থেকে কিছু সাহায্যের পরে, আমরা তাঁদের কথা শুনতে রাজি করি।"

advertisement

তিনি আরও বলেন, "একবার দুই-তিন জনকে টিকা দেওয়া হলে, ভিড় আরও বাড়তে থাকে। ভ্যাকসিন ড্রাইভের প্রথম দিনে ৭০০ জনকে টিকা দেওয়া হয়। আমাদের মূলমন্ত্র ছিল কেউ যেন পিছিয়ে না থাকে।”

আরও পড়ুন,'এটাই নতুন ভারত!' রাহুল শাস্তি পেতেই মুখ খুললেন মমতা, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

আরও পড়ুন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ, জানিয়ে দিল লোকসভার সচিবালয়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ধরনের বেশ কয়েকটি উদাহরণ অভিনেতা মনোজ বাজপেয়ীর ৬০-মিনিটের তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। শুক্রবার রাতে হিস্ট্রি টিভি ১৮-এ ‘The Vial – India’s Vaccine Story’-তে ভ্যাকসিন নির্মাতাদের সাক্ষাৎকারও রয়েছে। সেখানে সাক্ষাৎকার দিয়েছেন, সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের চেয়ারম্যান ডক্টর কৃষ্ণা এলা সহ অন্যান্যরা।

বাংলা খবর/ খবর/দেশ/
The Vial–India’s Vaccine Story: প্রত্যন্ত গ্রামে ভ্যাকসিন নিতে অনীহা! কীভাবে সফল হলেন স্বাস্থ্যকর্মীরা, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল