সমঝৌতা এক্সপ্রেস বন্ধের আপাতত কোনও নির্দেশ নেই বলেই জানিয়েছেন রেল মন্ত্রী পীযূষ গয়াল ৷ তিনি জানান, ‘‘ আমরা আপাতত তাই সমঝৌতা এক্সপ্রেসের সময় বা অন্য কোনও বিষয় পরিবর্তনের কোনও নির্দেশ পায়নি ৷ তাই কোনও নির্দেশ এলে অবশ্যই সেটা মেনে চলা হবে ৷ ’’
advertisement
Location :
First Published :
February 27, 2019 9:23 PM IST