TRENDING:

Contaminated Water in 10 UP Villages: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও

Last Updated:

জলের অস্বচ্ছতার মান ৫ শতাংশ অবধি থাকলে, তবেই তা খাওয়া যোগ্য থাকে৷ কিন্তু তার পর হলে তা দূষিত জল বলেই বিবেচিত হয়৷ এই অঞ্চলগুলোর জলের অস্বচ্ছতার মান বেশিরভাগ জায়গাতেই ৬ থেকে ১০ শতাংশের মধ্যে৷ ফলে এখনই সচেতন না হলে বাসিন্দাদের স্বাস্থ্যের  রীতিমতো সমস্যা দেখা দিতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কনৌজ: উত্তর প্রদেশের কনৌজ জেলার দশটি গ্রামের পানীয় জলের অস্বাস্থকর ও পান করার অযোগ্য বলে বিবেচিত হয়েছে৷ ‘হর ঘর জল যোজনা’ প্রকল্পের আওতায় জলের গুণগত মান পর্যালোচনা করা হয়েছিল, সেখানেই জানা যায় এই জেলার দশটি গ্রামের পানীয় জল খাওয়ার অযোগ্য৷
উত্তরপ্রদেশের কনৌজ জেলার ১০ গ্রামের পানীয় জল পানের অযোগ্য(AP Photo)
উত্তরপ্রদেশের কনৌজ জেলার ১০ গ্রামের পানীয় জল পানের অযোগ্য(AP Photo)
advertisement

জলের অস্বচ্ছতার মান ৫ শতাংশ অবধি থাকলে, তবেই তা খাওয়া যোগ্য থাকে৷ কিন্তু তার পর হলে তা দূষিত জল বলেই বিবেচিত হয়৷

এই অঞ্চলগুলোর জলের অস্বচ্ছতার মান বেশিরভাগ জায়গাতেই ৬ থেকে ১০ শতাংশের মধ্যে৷ ফলে এখনই সচেতন না হলে, বাসিন্দাদের স্বাস্থ্যের  রীতিমতো সমস্যা দেখা দিতে পারে৷

যেহেতু জলে দূষণের মাত্রা অনেকটাই বেশি তাই অধিক কাল ধরে এই জল ব্যবহারে মৃত্যুরও আশঙ্কা রয়ে যায়৷ ইউপি জল নিগমের বিভাগীয় পরীক্ষাগারের ইনচার্জের মতে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার এর অন্যতম কারণ৷ এর ফলে জলে নাইট্রোজেন, ক্লোরাইড, ফ্লোরাইড, ইউরেনিয়ামের মতো ক্ষতিকারক কেমিক্যাল মিশে যাচ্ছে৷

advertisement

জল নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র সুরেন্দ্র কুমার বলেছেন, তদন্তের সময় যেসব গ্রামে জলে দূষণের মাত্রা সহ্য সীমা অতিক্রম করেছে, সেখানে ডিপ বোরিং করা হবে৷

তবে তিনি এও জানিয়েছেন এই সমস্ত জায়গায় নাইট্রেট, ক্লোরাইড, আর্সেনিক ,সীসার মতো ক্ষতিকারক পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি৷ তবে টার্বিডিটির উপস্থিতিই দূষণের অন্যতম কারণ৷ তিনি আশ্বস্ত করেছেন, সমস্যার দ্রুত সমাধান করা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিনি বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন কৃষিতে যথেচ্ছ ভাবে রাসায়নিক ব্যবহার করা বন্দা করা প্রয়োজন৷ কৃষিকাজে এই ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতিই জল দূষমের অন্যতম কারণ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Contaminated Water in 10 UP Villages: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল