TRENDING:

The Mood Of Bharat 2024 Report: সামনে এল ‘দ্য মুড অফ ভারত’ রিপোর্ট, লোকসভা ভোটের আগে দেশবাসী কী ভাবছে দেখুন

Last Updated:

The mood of Bharat 2024 Report: চব্বিশে লোকসভা ভোট। তার আগে এই রিপোর্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বদলে যাচ্ছে ভারত। খুলে যাচ্ছে সম্ভাবনার দরজা। তৈরি হচ্ছে মজবুত দেশ। দেশবাসীর উপর সমীক্ষায় এমনই তথ্য পেল ‘দ্য ভারত ল্যাব’। ‘দ্য মুড অফ ভারত’ রিপোর্টে তারা জানিয়েছে, ‘ভারত আশাবাদী। আগামী ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। জাতীয় ঐতিহ্যের প্রতি গর্ব, প্রযুক্তি এবং উন্নত অর্থনীতি থেকে উৎসারিত হচ্ছে এই আশাবাদ’। চব্বিশে লোকসভা ভোট। তার আগে এই প্রতিবেদন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
The Bharat Lab
The Bharat Lab
advertisement

অ্যাড এজেন্সি রিডিফিউশন এবং লখনউ বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। নাম ‘দ্য ভারত ল্যাব’। তারাই হিন্দি বলয়ে ১৫৬৫ জনের সঙ্গে টেলিফোন এবং ডিজিটালি যোগাযোগ করে। সাক্ষাৎকার নেয়। সব জাতি, বর্ণের মানুষের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে পুরুষ (৫৬ শতাংশ), মহিলা (৪৪ শতাংশ), কর্মজীবী (৩১ শতাংশ), ব্যবসায়ী (৩৮ শতাংশ), চাকরিজীবীরা (৬২ শতাংশ) রয়েছেন। এঁদের সঙ্গে কথা বলার পর ‘দ্য মুড অফ ভারত’ প্রকাশ করেছে সংস্থা। যার শিরোনাম ‘আশাবাদ কা মহল’।

advertisement

আরও পড়ুন– আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, ঘন কুয়াশার দাপট থাকলেও আগামী কয়েক দিন মনোরম পরিবেশ রাজ্যে

দ্য ভারত ল্যাবের কো-চেয়ারপার্সন ড. সন্দীপ গয়াল বলছেন, ‘২০২৪-এ ভারতীয় নাগরিকদের দৃষ্টিভঙ্গী প্রকাশ পেয়েছে রিপোর্টে। তাঁদের সামগ্রিক অনুভূতি, আশাবাদী হওয়ার কারণ, হতাশা, প্রত্যাশা, উদ্বেগ সব কিছুই জানিয়েছেন তাঁরা’। এখানে ভারত ল্যাবের রিপোর্টের মূল বিষয়গুলো দেখে নেওয়া যাক।

advertisement

৬২ শতাংশের বেশি মানুষ ইতিবাচক উত্তর দিয়েছেন। ৩৫ শতাংশ আত্মবিশ্বাসী থাকলেও নিজেদের মন্তব্যে ভারসাম্য বজায় রেখেছেন। আর বাকি ৩ শতাংশ স্পষ্ট হতাশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন– বাংলায় আজ প্রবেশ করছে রাহুলের ন্যায় যাত্রা, চলবে ৭ দিন ধরে

advertisement

জাতীয় ঐতিহ্য+প্রযুক্তি+অর্থনীতি – একসঙ্গে এই ত্রিফলার উপর বিশ্বাস রেখেছেন ৮৫ শতাংশ মানুষ। এই তিনটি জিনিস সমষ্টিগতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তাঁদের বিশ্বাস।

৭৬ শতাংশ মানুষ মনে করেন ভাল কেরিয়ার গড়ার সুযোগ এবং সুস্থ ব্যক্তিগত জীবনই সফল দেশ গড়ে তোলে।

১১ শতাংশ মানুষের ভারতীয় অর্থনীতি নিয়ে আশঙ্কা রয়েছে। ২০২৪ সালে অর্থনীতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন ৫১ শতাংশের বেশি ভারতীয়। ৩৭ শতাংশ মানুষ নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।

advertisement

২০২৪-র কী নিয়ে সবচেয়ে আগ্রহী ভারতবাসী? এই প্রশ্নের দুটো উত্তর উঠে এসেছে। প্রথম, লোকসভা ভোট, দ্বিতীয় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। ২২.৩ শতাংশ মানুষ এই দুটির পক্ষে মত দিয়েছেন।

এর পাশাপাশি ২০২৪ সালে জীবনযাত্রায় উন্নতি হবে বলে আশাবাদী ৪২.১ শতাংশ মতদাতা। ২০ শতাংশ মানুষ বেড়ানোকে অগ্রাধিকার দিয়েছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
The Mood Of Bharat 2024 Report: সামনে এল ‘দ্য মুড অফ ভারত’ রিপোর্ট, লোকসভা ভোটের আগে দেশবাসী কী ভাবছে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল