TRENDING:

শপথের পরই মৃত্যু, গুলিতে নিহত মেক্সিকোর মেয়র !

Last Updated:

কথা দিয়েছিলেন মেয়র হলে শহরকে করবেন ড্রাগমুক্ত ৷ মেয়র তো হলেন, কিন্তু রাখতে পারলেন না কথা ৷ মেয়র পদে বসার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল মেক্সিকোর টেমিক্সো শহরের মেয়র জিসেলা মোতার ! ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#'টেমিস্কো: কথা দিয়েছিলেন মেয়র হলে শহরকে করবেন ড্রাগমুক্ত ৷ মেয়র তো হলেন, কিন্তু রাখতে পারলেন না কথা ৷ মেয়র পদে বসার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল মেক্সিকোর টেমিক্সো শহরের মেয়র জিসেলা মোতার ! ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ৷
advertisement

মাত্র ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন মেক্সিকোর টেমিক্সো শহরের মেয়র জিসেলা ৷ কলেজে পড়ার সময় থেকেই মেক্সিকো কংগ্রেসের সদস্য ছিলেন তিনি ৷ জনপ্রিয়তাও ছিল কংগ্রেস দলে ৷ সেই জনপ্রিয়তার সুবাদেই মেয়র পদে বসেছিলেন জিসেলা ৷ কিন্তু টেমিক্সো শহরের ড্রাগ পাচারকারীদের কুনজরে পড়েছিলেন তিনি ৷ কারণ, মেয়র হয়ে জিসেলা চ্যালেঞ্জ নিয়েছিলেন শহরকে ড্রাগ মুক্ত করবেন ৷ মেয়র পদে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জিসেলার বাড়িতে পৌঁছে এক বন্ধুকবাজ গুলিতে ঝাঁঝড়া করে দিল জিসেলার দেহ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হত্যার মূল অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৷ উপযুক্ত শাস্তি প্রদান করা হবে অভিযুক্তকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
শপথের পরই মৃত্যু, গুলিতে নিহত মেক্সিকোর মেয়র !