একশ উনত্রিশ বাই ওয়ান ভবানীপুর, বকুলবাগান। নিহত রমেশ বহেলের বাড়ির একটু দূরেই উনচল্লিশের -সি বকুলবাগান রোড। আইনজীবী তড়িৎ সিকদারের পাড়া। তাঁর চড়েই বৃদ্ধ রমএস বহেলের মৃত্যুর অভিযোগ। থমথমে পাড়া। ততধিক থমথমে আইনজীবীর দোতলা বাড়ি। বাইরে থেকে তালাবন্ধ। ডাকাডাকিতে দোতলার ব্যালকনি থেকে স্ত্রী এসে বলেন, তিনি কিছুই বলতে চাননা।
পাড়াপ্রতিবেশীরা যাঁরা মুখ খুলেছেন, তাঁদের দাবি তড়িৎ সিকদার সজ্জন লোক। অন্যায় দেখলেই প্রতিবাদ করেন।যদিও এ তত্ত্ব মানতে নারাজ নিহত রমেশ বহেলের স্ত্রী। তাঁর দাবি, ১৭-ই অক্টোবরের ঘটনার সাক্ষী ছিলেন অনেকেই। ভয় দেখিয়ে সকলের মুখ বন্ধ করে দিয়েছেন ধৃত আইনজীবী। তিনি চান বিচার।
advertisement
অভিযোগ-পালটা অভিযোগ চলছেই। তড়িৎ সিকদারে বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। প্রশ্ন উঠেছে, কোথায় প্রত্যক্ষদর্শীরা? কোথায়-ই বা ধৃত আইনজীবীর গাড়ির চালক?
আরও দেখুন