আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হবে? শুনলে গায়ে কাঁটা দেবে
উত্তরপ্রদেশে সম্প্রতি একটি ঘটনা নিয়ে এমনই অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। মেরঠে সন্তানপ্রসব করতে গিয়ে সম্প্রতি মৃত্যু হয় এক মহিলার। ভাগ্যের পরিহাস মেনে নিয়ে মৃত মহিলার দেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে তাঁর পরিবার। তারপরে সমস্ত ধর্মীয় আচার মেনে মৃতদেহ সৎকার করা হয়। মৃতদেহ সম্পূর্ণ দাহ হলে সেখান থেকে চিতাভষ্ম সংগ্রহ করার সময় শিউরে ওঠে পরিবার। চিতাভস্ম থেকে এমন জিনিষ পাবেন তা সেই মহিলার পরিবারের সদস্যরা আশাই করেননি।
advertisement
আরও পড়ুন: দু’সপ্তাহের মধ্যেই আবার বিশ্বজয় ভারতের! ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন তৃণমূল সাংসদ
ঘটনাটি ঘটেছে রথৌরা খুর্দ গ্রামের হস্তিনাপুর থানা এলাকায়। অন্তঃসত্ত্বা মহিলাকে মেরঠের জেকে হাসপাতালে প্রসবযন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়েছিল। কিন্তু অপারেশন চলাকালীন প্রাণ হারান সেই মহিলা। তাঁর অস্থিভস্ম সংগ্রহ করার সময় পরিবারের সদস্যরা সেখান থেকে একটি সার্জিক্যাল ব্লেড খুঁজে পান। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে যায় মৃত মহিলার পরিবার। সম্পূর্ণ ঘটনা তাঁরা সমাজমাধ্যমে পোস্ট করেছেন। পরিবারের অভিযোগ, অপারেশনের পরেও মহিলার শরীরে ছিল সার্জিক্যাল ব্লেড, যার জেরেই মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা মহিলার।
ঘটনার পরে মেরঠের চিফ মেডিক্যাল অফিসারের কাছে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত হাসপাতালের লাইসেন্স।