অত্যাধুনিক মানুষকে যেন চোখে আঙুল দিয়ে প্রকৃতি দেখিয়ে দিচ্ছে সাজুগুজু করে সুন্দরী সাজতে জানে সেও । তাই তো পরিষ্কার ঝকঝকে আকাশে কখনও খেলে বেড়াচ্ছে রামধনু, কখনও টলটলে স্বচ্ছ জলে গা ভাসিয়েছে বোরেলি মাছ । তেমনই এবার কৃষ্ণচূড়ার রাঙা নেশায় টুকটুকে নতুন বৌ সাজল কেরলের পালাকাদ ডিভিশনের শোহরানপুর-নিলাম্বুর সেকশনের মেলাত্তর স্টেশন চত্বর । ঝরে পড়া ফুলের পাঁপড়িতে নেই মানুষের পায়ের দূর্দমনীয় ছাপ, নেই এঁটো চায়ের কাপ, নোংরা শালপাতার ছড়াছড়ি । তাই ওরা বড্ড সুখে রয়েছে । নিশ্চিন্তে পড়ে রয়েছে কোনও ভাবনাচিন্তা না করেই । লকডাউনে একাকী স্টেশন জুড়ে আজ শুধু ওদেরই রাজত্ব । ভারতীয় রেলমন্ত্রক শেয়ার করল এই অসাধারণ ছবি ।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 6:44 PM IST
