আরও পড়ুন - ঘোষিত হল উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট, দেখে নিন বিস্তারিত
FCRA-এর অনুমতি বাতিল করার পরে তৃণমূল-সহ কেন্দ্রের একাধিক বিরোধী দল এই নিয়ে সরব হয়। শনিবার অনুমোদন পাওয়ার খবর দেন তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি লেখেন, 'মাদার টেরিজার সংস্থা মিশনারিজ চ্যারিটি FCRA-এর অনুমোদন পুনর্নবীকরণ করা হয়েছে। আগের সিদ্ধান্ত যা অসংখ্য মানুষকে সমস্যায় ফেলেছিল, তা সপ্তাহ দুয়েকের মধ্যেই উবে গিয়েছে। ভালবাসার শক্তি ৫৬ ইঞ্চির শক্তির থেকে অনেক অনেক বেশি।' ট্যুইট করেছেন কংগ্রেসের সাংসদ কার্তি চিদাম্বরমও।
advertisement
আরও পড়ুন: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট, নজরদারিতে তিন সদস্যের কমিটি
বড়দিনের দিন এই স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক লেনদেনের বিষয়টিতে অনুমতি দিতে অস্বীকার করে কেন্দ্র। এই সংস্থার তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হয় ঘটনার। বলা হয়, এ ভাবে ২৫০- এর বেশি পরিবারকে অন্ধকারে ঠেলে দেওয়া হল ঠিক উৎসবের মরশুমের মুখেই। পাশাপাশি, যে প্রান্তীয় মানুষের হয়ে মিশনারিজ অফ চ্যারিটি কাজ করে, সেই মানুষদেরও ভবিষ্যৎ এর ফলে অন্ধকার হয়ে পড়ল। ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাতেই এ বার দাড়ি টানল কেন্দ্র।