আইএএস অফিসার সুপ্রিয়া সাহু শেয়ার করেছেন মন ছুঁয়ে যাওয়া একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে পালক বাবা মায়ের সঙ্গে কীভাবে সখ্য তৈরি হচ্ছে হাতির ছানার। ক্যাপশনে লেখা হয়েছে, 'জীবনবৃত্ত বহমান। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর বোম্মান এবং বেল্লি এখন আর এক অনাথ হস্তিশাবকের পালক। তারা আপাতত রয়েছে মধুমালাই অভয়ারণ্যে। তামিলনাড়ুর বন দফতরের তরফে বহু চেষ্টা করা হয়েছে ৪ মাস বয়সি হাতির শাবকটিকে তার দলে ফিরিয়ে দিতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন সে নিরাপদে থাকায় আমরা খুশি। '
advertisement
আরও পড়ুন : সিঁথিতে সিঁদুর পরার সময় এই ভুলগুলি করছেন? সংসারে অনর্থ নেমে আসতে পারে কিন্তু
প্রসঙ্গত গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকী গঞ্জালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ভারত থেকে প্রথম বার স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগে অস্কার জয় করল। দর্শক ও সমালোচক মহলে তথ্যচিত্রটি উচ্চ প্রসংসিত। পুরস্কারটি ছুঁয়ে দেখেছেন বোম্মান ও বেইল্লি-ও। তবে পুরস্কারের ছটায় পাল্টে যায়নি দম্পতির জীবন। তাঁরা সবুজের কোলে অনাথ হস্তিশাবকদের দেখভাল করতেন পরম যত্নে। এখনও তাই করছেন। এতেই তাঁরা খুশি।