কী ঘটেছিল সেই দিন?
২২ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়। সেই সময় অভিযুক্তের আইনজীবী নিজের বক্তব্য রাখতে শুরু করেন। আচমকাই কথা শুরু করার আগে নিজের মাস্ক খুলে ফেলেন তিনি। তখনই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি চাভান। স্ট্যানডার্ড অপারেটিং প্রসিডিওর্স (SOPs)-এর নিয়ম অনুযায়ী আদালতে শুনানি চলাকালীন সর্বক্ষণই মাস্ক পরে থাকার কথা। তখনই সেই কথা মনে করিয়ে দিয়ে বিচারপতি শুনানি শুনতে অরাজি হন এবং উঠে যান। তিনি জানান, এর পর ফের আবার নিয়মমাফিক ভাবে যেদিন শুনানির দিন ঘোষণা হবে, সেদিনই এই মামলা শুনবেন তিনি।
advertisement
বিচারপতি চাভান জানান, ওই আইনজীবীকে অপেক্ষা করতে হবে। অন্য মামলাগুলির শুনানি শেষ হওয়ার পর শেষে যখন তাঁর সময় আসবে, তখন সেই মামলা শোনা হবে। করোনাভাইরাসের লকডাউনের জেরে আট মাস পর বম্বে হাইকোর্ট ও তার অধীন আদালতগুলিতে এজলাসে শুনানি করা শুরু হয়েছে। তবে বাকি রয়েছে একমাত্র পুনের আদালত। গত ডিসেম্বর থেকেই এভাবে এজলাস শুরু হয়েছে।
তার আগে পর্যন্ত অনলাইনেই এজলাস চলেছে। ভিডিও ইন্টারফেসের মাধ্যমেই বিভিন্ন মামলার শুনানি চালানো হয়েছে। তবে এই মুহূর্তে ফের মহারাষ্ট্রে মাথাচারা দিয়েছে করোনার প্রকোপ। ফেব্রুয়ারি থেকেই ফের নতুন করে ভয়াবহ সংক্রমণ বেড়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায়।