TRENDING:

জানেন পাঁচ রাজ্যে নির্বাচনের সময় কত কোটি কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঁচ রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে ৷ এখন শুধু ফলাফলের অপেক্ষা ৷ ১১ ডিসেম্বর অথার্ৎ আগামিকাল নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৷ মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, তেলঙ্গনা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের সময় ব্যাপক হারে কালো টাকা ব্যবহার করা হয়েছে ৷ নোটবন্দির পর কালো টাকা কম হওয়ার বদলে বেড়ে গিয়েছ ৷ নির্বাচন কমিশনের হিসেবে অনুযায়ী, গত নির্বাচনের চেয়ে এই নির্বাচনের সময় বেশি পরিমাণের কালো টাকা উদ্ধার হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: India vs Australia: ইতিহাস! অস্ট্রেলিয়ায় টেস্ট জিতল ভারত

নির্বাচনের সময় নির্বাচন বিধি লাগু হওয়ার পর ধড়পাকড় শুরু করা হয় ৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণের কালো টাকা, মদ, মাদক দ্রব্য এবং প্রচুর পরিমাণের গয়না ৷ দেখা গিয়েছে প্রায় ১৬৮ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে ৷ নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায় যে ১৬৮ কোটি টাকার মধ্যে ১১৫.১৯ কোটি টাকা তেলঙ্গনা থেকে উদ্ধার করা হয়েছে ৷ ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় প্রায় ১৯৫ কোটি কালো টাকা উদ্ধার করা হয় ৷

advertisement

আরও পড়ুন: মধ্যমণি মমতা, আজ এক টেবিলে সব বিরোধী-পক্ষ

মধ্যপ্রদেশ থেকে ৩০.৯৩ কোটি টাকা, রাজস্থানে ১২.৮৫ কোটি টাকা উদ্ধার করা হয় ৷ আগের নির্বাচনে মধ্যপ্রদেশে কালো টাকা, মাদক দ্রব্য ও মদ এবং অন্যান্য যে সামগ্রী উদ্ধার করা হয়েছিল তার মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা ৷ একই ভাবে রাজস্থানেও নির্বাচনের সময় গতবারের তুলনায় এবার কালো টাকা বৃদ্ধি হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: আজ মরশুমের শীতলতম দিন, দেখে নিন কোন জেলায় কত তাপমাত্রা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজস্থানে প্রায় ১৪.৫৮ কোটি টাকার চরস, গাঁজা, আফিন এবং অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
জানেন পাঁচ রাজ্যে নির্বাচনের সময় কত কোটি কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ?