India vs Australia: ইতিহাস! অস্ট্রেলিয়ায় টেস্ট জিতল ভারত

Last Updated:

চতুর্থ দিনের শুরু থেকেই ভারতের টার্গেট ছিল পাহাড় প্রমাণ রান তুলে অজিদের উপর বিশাল রানের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া। সেই লক্ষ্যেই ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারা ও অজিঙ্ক রাহানে ব্যাটিং শুরু করেন।

#অ্যাডিলেড: অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে দোরগোড়ার ভারত৷ প্রথম টেস্টে ৩১ রানে জিতল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ৩২৩ রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে নামায় বিরাট বাহিনী৷
২৯১ রানে অল-আউট হয়ে গেল অজিরা৷ শুরু থেকেই ভারতের বোলিং অ্যাটাকে বেসামাল অজি ব্রিগেড৷  ১১টি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড করলেন ঋষভ পন্থ৷
লিওনের ক্যাচ ঋষভ না-ফেললে অনেক আগেই ভারত জিতে গিয়েছিল টেস্ট৷ চতুর্থ দিনের শুরু থেকেই ভারতের টার্গেট ছিল পাহাড় প্রমাণ রান তুলে অজিদের উপর বিশাল রানের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া। সেই লক্ষ্যেই ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারা ও অজিঙ্ক রাহানে ব্যাটিং শুরু করেন। প্রথম ইনিংসের তারকা পূজারা দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন। কঠিন পরিস্থিতিতে পূজারা ৭১ ও রাহানের অনবদ্য ৭০ রানের ইনিংস এবং মাত্র ১৬ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ৩০০ পার করে দেন ঋষভ পন্থ। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০৭ রানে। বড় রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসের নিরিখে ৩২২ রানের লিড পায় বিরাটের দল।
advertisement
advertisement
অ্যাডিলেডের বোলিং পিচে ভারতের সুবিশাল রানের বোঝায় স্বাভাবিক ভাবেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ফিঞ্চ, খ্বজা, হ্যারিসরা। ফিঞ্চ ১১, খ্বজা ৮, হ্যারিস ২৬ এবং হ্যান্ডসকম্ব ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: ইতিহাস! অস্ট্রেলিয়ায় টেস্ট জিতল ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement